শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ওটিটিতে ‘শনিবার বিকেল’

শোবিজ প্রতিবেদক

ওটিটিতে ‘শনিবার বিকেল’

প্রায় চার বছর ধরে ঝুলে আছে ছবিটি। বহু আবেদন, প্রতিবাদ হয়েছে। কিন্তু কাক্সিক্ষত সেন্সর ছাড়পত্র মেলেনি। বারবার আশার প্রদীপ জ্বলে উঠলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ফলে ‘শনিবার বিকেল’ দেখার আশা প্রায় ছেড়েই দিয়েছে দর্শক। আবার ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেছেন। কিন্তু হঠাৎ বুধবার খবর এলো ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে। তাও আবার এক দিন পরই। অর্থাৎ আজ শুক্রবারই দর্শকের সামনে আসছে ছবিটি। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফরমেও। সেটাও আবার ভারতের; যেটার নাম সনি লিভ। ইতোমধ্যে প্ল্যাটফরমটি থেকে ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে মুক্তির বার্তা। নির্মাতা ফারুকী বলেন, ‘শনিবার বিকেল’ ওটিটিতে আসছে, ফাইনালি। ২৪ নভেম্বর সনি লিভয়ে। বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখা যাবে!’ তবে বাংলাদেশের দর্শক ছবিটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর