শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ট্রেন্ডিং কাঁপাচ্ছেন শিমুল হাসান

শোবিজ প্রতিবেদক

ট্রেন্ডিং কাঁপাচ্ছেন শিমুল হাসান

ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় গানগুলো নিয়ে ইউটিউব নিজেই একটি ট্রেন্ডিং লিস্ট করে। বৈশ্বিক ট্রেন্ডিংয়ের পাশাপাশি সব দেশের জন্য আলাদা লিস্ট করে। আর পরপর তিন গান ইউটিউব ট্রেন্ডিংয়ে রেখে ইউটিউব কাঁপাচ্ছেন বাউল শিমুল হাসান। এই গান তিনটি প্রকাশ পেয়েছে শিমুল হাসানের নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে। ‘ভাইঙ্গা দিয়া আমার অন্তর’, ‘ভালোবাসার ধরন ভালো না’ এবং ‘ফুরাইয়া গেলে’ শিরোনামে এই গান তিনটি বর্তমানে ইউটিউব ও টিকটকে রীতিমতো ট্রেন্ডিং কাঁপাচ্ছে বলা যায়। এর মধ্যে দুটি গানের গীতিকার ও সুরকার শিমুল হাসান নিজেই। সংগীতায়োজন করেছেন মুন্সি জুয়েল। আর ‘ফুরাইয়া গেলে’ গানের কথা ও সুর ইউনুস বাউলের। এটি স্টুডিও লাইভে গেয়েছেন শিমুল হাসান। ভিডিও পরিচালনা এবং সম্পাদনা করেছেন জুয়েল আজমীর। ‘প্রেমের কি নাম দেব বল না’ গান দিয়ে আলোচনায় আসা এই তরুণ গায়কের কণ্ঠে ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে প্রায় অর্ধশতাধিক মৌলিক গান। গান ও স্টেজে সমান ব্যস্ত শিমুল হাসান।

সর্বশেষ খবর