শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেলুলয়েডে মম

শোবিজ প্রতিবেদক

সেলুলয়েডে মম

টিভি নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী জাকিয়া বারী মম। অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। করেছেন ‘ছুঁয়ে দিলে মন’, ‘ওরা ৭ জন’ চলচ্চিত্রসহ বেশ কিছু ওটিটি প্রজেক্ট। যেগুলো ইতোমধ্যেই দর্শক প্রশংসিত হয়েছে। সম্প্রতি একটি নাটকে কাজ করেছেন তিনি। নাটকটির নাম ‘সেলুলয়েড’। তানিম রহমান অংশুর পরিচালিত এ নাটকটির শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। মম বলেন, ‘শ্যামলের সঙ্গে এর আগে অনেক কাজ হয়েছে। গল্পটা চমৎকার। আমরা চেষ্টা করেছি পর্দায় নিজেদের চরিত্রটা সঠিকভাবে উপস্থাপন করতে। আর অংশু ভাইয়ের নির্মাণও আমার ভালো লাগে। সবমিলিয়ে আশা করছি ভালো লাগবে দর্শকের।’ নাটকটি ৭ ডিসেম্বর সন্ধ্যায় গানচিলের ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর