সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিকিতার কনসার্টে চার মৃত্যু

শোবিজ ডেস্ক

ভারতীয় সংগীতশিল্পী নিকিতা গান্ধীর কনসার্টে পদপিষ্ট হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। শনিবার ভারতের কেরালার কোচি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এ দুর্ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, ওইদিন বিকালে কেরালার কোচি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কনসার্টের আয়োজন করা হয়। শো চলাকালীন হঠাৎ বৃষ্টি নামে। যেখানে কনসার্ট হচ্ছিল, তার অধিকাংশ জায়গাই ছিল খোলা। ফলে শিক্ষার্থীরা ছাউনিতে আশ্রয় নিতে ছোটাছুটি শুরু করে। আর এতেই এই দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হন ৬০ জন। তাদের হাসপাতালে নিয়ে গেলে দুই তরুণ ও দুই তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এম আর অজিত কুমার বলেন, ‘এটি বার্ষিক ফেস্টিভ্যাল ছিল। ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এটি চলার কথা ছিল। কনসার্টটি একটি অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল; যার ধারণক্ষমতা ১ হাজার থেকে দেড় হাজার মানুষের।’ কনসার্টটির মূল আকর্ষণ ছিলেন ‘রাবতা’খ্যাত গায়িকা নিকিতা গান্ধী। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে এ গায়িকা লিখেছেন,  দুঃখ বর্ণনার মতো শব্দ নেই।

 

সর্বশেষ খবর