মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাঁধনের ‘পরবাস’

শোবিজ প্রতিবেদক

বাঁধনের ‘পরবাস’

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকন্যা ইয়াসমিন ফাইরুজ বাঁধন এবার প্রকাশ করলেন তাঁর কণ্ঠে গাওয়া একটি মৌলিক গান। গানটির শিরোনাম ‘পরবাস’ যেটি লিখেছেন গুণী সংগীত পরিচালক অজয় মিত্র। গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন অজয় মিত্র। মিক্স ও মাস্টার করেছেন অর্ণব মিত্র। সম্প্রতি গানটির স্টুডিও ভার্সন প্রকাশ হয়েছে ইয়াসমিন ফাইরুজ বাঁধনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘বাঁধন’স  প্লেলিস্ট’-এ। একই সময়ে তাঁর আরেকটি গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘পুরনো সেই দিনের কথা’র ইংরেজি ভার্সন প্রকাশ হয়েছে একই প্ল্যাটফরমে। এটিও অজয় মিত্রের সংগীত পরিচালনায়। এর আগে অজয় মিত্রের সংগীতায়োজনে হিন্দি ভাষায় বাঁধনের গাওয়া রবীন্দ্রসংগীত ‘মনে রবে কি না রবে আমারে’ ও ‘পুরনো সেই দিনের কথা’ চ্যানেলে প্রকাশ করতেই শ্রোতাদের অগণিত প্রশংসা পান। বাঁধন বলেন, ‘আগে যে দুটি রবীন্দ্রসংগীত করেছিলাম সেগুলো শ্রোতারা পছন্দ করেছিল। আম্মাও ভালো বলেছিলেন গানগুলো শুনে। আসলে গানগুলো করার আইডিয়া কিন্তু ছিল অজয় মিত্রদার। তিনি আমার ইউটিউব চ্যানেলের জন্য এমন ধরনের আইডিয়া দেন। পরবর্তীতে বেশ কিছু গানের কথাও আমাকে সাজেস্ট করেন যেগুলোর হিন্দি ও ইংরেজি ভার্র্সন করতে আমাকে উৎসাহিত করেন। তিনি আম্মারও গান করেছেন। আরও কিছু গান করবেন তিনি। তবে এবার নিজের একটি মৌলিক গান করেছি, যেটি আমার জীবনের অন্যতম একটা বিষয় হয়ে রইবে। যে গানগুলো আগে করেছি সেগুলোর মতো নতুন গানগুলোও শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করি। বিশেষ করে মৌলিক গান ‘পরবাস’ আমার ইউটিউব চ্যানেল ও গানগুলো ফেসবুকে দেওয়া মাত্রই সবার ভালো রেসপন্স পাচ্ছি। সামনে আরও কিছু মৌলিক গান প্রকাশ করব।’

 

সর্বশেষ খবর