শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আবেগপ্রবণ চঞ্চল...

শোবিজ প্রতিবেদক

আবেগপ্রবণ চঞ্চল...

‘আমাদের জীবনেও অনেক কষ্ট, বেদনা ও দুঃসময় যায়। যেটা নিজেরা হজম করি। হজম করে আপনাদের সামনে হাসিমুখে বিনোদন বিলিয়ে বেড়াই।’ আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বৃহস্পতিবার রাত ৮টায় ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। মুক্তির দিন সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়। এ আয়োজনে হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরী। সিনেমাটি দেখার পর নিজের অনুভূতি জানান এ অভিনেতা। সেখানেই আবেগপ্রবণ হয়ে ‘বিনোদন বিলিয়ে বেড়াই’ বলে মন্তব্যটি করেন। সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, এটা নুসরাত ইমরোজ তিশা ও ফরুকী ভাইয়ের জীবনের গল্প। আমরা যারা শোবিজ মাধ্যমে কাজ করি আমাদের জীবনের গল্প অনেক কিছুকে ছাপিয়ে যেতে পারে, যে গল্পটা সাধারণ মানুষ জানে না। এ গল্পটা দেখতে দেখতে বহুবার আমার চোখ ভিজে গেছে।  মনে হয়েছে এটা আমার নিজের গল্প।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর