সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বক্স অফিসে দাপট দেখাচ্ছে অ্যানিমেল

শোবিজ ডেস্ক

বক্স অফিসে দাপট দেখাচ্ছে অ্যানিমেল

মুক্তির পর সব রেকর্ড ভেঙেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ড্রিম প্রজেক্ট অ্যানিমেল। বক্স অফিসের কালেকশনে তালিকার সবার ওপরে অবস্থান করছে এখন ছবিটি। প্রথম দিনে শুধু ভারত থেকেই এ ছবি আয় করেছে ৬১ কোটি টাকা। শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ এবং সানি দেওলের ‘গদর’ ও সালমান খানের ‘টাইগার ৩’কে ছাপিয়ে এখন হাইপ অ্যানিমেলের। ২০০৮ সালে বক্স অফিস হিট ‘এ জওয়ানি হ্যায় দিওয়ানি’, রকস্টারের পর অ্যানিমেল প্রথম দিনেই ৬১ কোটি টাকা আয় করেছে। ব্রহ্মাস্ত্রের ৩৭ কোটির ব্যবসা ছাড়িয়ে অ্যানিমেল এখন টপে। একেই যেন বলে নিজের রেকর্ড নিজে ভাঙা। পাঠান, জওয়ান, টাইগার-৩ এর পরে রণবীর কাপুরের অ্যানিমেল সবচেয়ে বেশি ব্যবসা করেছে ভারতে। এর আগে পাঠানের প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি টাকা। তারপর ছিল কেজিএফ-২। যার আয় প্রায় ৫৪ কোটি টাকা। তৃতীয় স্থানে ছিল ওয়ার, ৫৩ কোটি টাকা, চতুর্থ টাইগার-৩। যার আয় ছিল সাড়ে ৪৪ কোটি টাকা। সবকিছুকে ছাপিয়ে শুধু হিন্দি ভাষা থেকে এ ছবি আয় করেছে সাড়ে ৫০ কোটি টাকা। তেলুগু ইন্ডাস্ট্রি থেকে আয় ১০ কোটি টাকার কিছু বেশি। সে হিসাবে অ্যানিমেল শুধু রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট নয়, সুপারহিট। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের একটি ছবি, আর এ ছবি ঘিরেই এখন চারদিক উত্তাল। আশা করা যাচ্ছে সবকিছুকে ছাড়িয়ে যাবে ছবিটি।

 

সর্বশেষ খবর