বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের সংগীত ফেস্টিভ্যালে সৌরভ দাসের দুই অর্জন

শোবিজ প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সংগীত ফেস্টিভ্যালে সৌরভ দাসের দুই অর্জন

খুলনা শহরে বেড় ওঠা জনপ্রিয় কিবোর্ডিস্ট সৌরভ দাস সংগীত ও বাদ্যযন্ত্রের প্রতি ভালোবাসা থেকেই ২০০৭ সালে পেশাগতভাবেই বেছে নেন কিবোর্ড বাজানোকে। খুলনার সংগীতপ্রেমী হাজারও দর্শক-ভক্তকে জয় করে সৌরভ দাস ২০১৪ সালে পাড়ি জমান রাজধানী ঢাকা শহরে। এখানে এসেও প্রতিভার জানান দিতে খুব বেশি সময় লাগেনি তাঁর। ১৬ বছরের স্বল্প ক্যারিয়ারেই প্রয়াত শিল্পী সুবীর নন্দী, রিজিয়া পারভীন, সাবিনা ইয়াসমিন, ব্যান্ডদল ডিফারেন্ট টাচ, মিলা, দিনাত জাহান মুন্নি, এস আই টুটুল, স্বপ্নীল সজিব, সাব্বির, পুলক, রেশমিসহ আরও অনেকের সঙ্গেই দেশে-বিদেশে মঞ্চ মাতিয়েছেন এ কিবোর্ডিস্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস থেকে বাংলাদেশি বাদ্যযন্ত্রী হিসেবে পেয়েছেন ‘আনন্দমেলা’ ও ‘লালনমেলা’ নামে দুটি সংগীত ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। বর্তমানে স্টুডিও সেশনসহ তারকা শিল্পীদের পাশাপাশি সৌরভ কিবোর্ডিস্ট হিসেবে ব্যান্ড সদস্য হয়ে যুক্ত রেশমি মির্জার ‘মাটি’ ব্যান্ডদলে।

সর্বশেষ খবর