শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নওশাবার নয়া অভিজ্ঞতা

শোবিজ প্রতিবেদক

নওশাবার নয়া অভিজ্ঞতা

সু-অভিনেত্রী ও বহু প্রতিভার অধিকারিণী কাজী নওশাবা আহমেদ। নাটক, চলচ্চিত্র ও ওটিটির বাইরেও ব্যস্ত রয়েছেন থিয়েটার ও নিজের সংগঠন ‘টুগেদার উই ক্যান’ নিয়ে। এই ‘মেঘনাকন্যা’ প্রথমবারের মতো কলকাতায় কাজ করেছেন। কলকাতার এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন আবীর চ্যাটার্জি। অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার প্রথম লটের শুটিং করেন সেপ্টেম্বর মাসে। তখন দার্জিলিংয়ে সিনেমার একটা অংশের শুটিং হয়। এরপর দুর্গাপূজার জন্য ১৫ দিনের একটা বিরতিতে নওশাবা ঢাকায় এসে জয়েন করেন অভিনয় কর্মশালায়। এরপর পুরো নভেম্বর মাসজুড়ে কলকাতার বিভিন্ন জায়গায় সিনেমাটির শুটিং করেছেন এ অভিনেত্রী। শুটিং শেষ করে ২৯ নভেম্বর দেশে ফেরেন তিনি। সিনেমাটি আগামী বছর পূজায় মুক্তি পাবে বলে জানা যায়। এ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘আমার চরিত্রটা বাংলাদেশ থেকে যাওয়া একটি মেয়ের। সে তার শিকড় খুঁজতে গিয়ে এক ধাঁধায় জড়িয়ে পড়ে। বিভিন্ন ঘটনা ঘটে। শিকড়ের সন্ধানে যাওয়া এক মেয়ের গল্প বলা যায়। আবীর চট্টোপাধ্যায় ও আমার চরিত্র দুটিই ছিল ফেলুদাভক্ত। এ কারণেই তাদের এক হওয়া। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে। তবে এটা কোনো গোয়েন্দা গল্প নয়। ছবিতে প্রতি মুহূর্তেই ফেলুদাকে মনে করা হয়েছে। প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে চেষ্টা করেছি আমরা। সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতাও অসাধারণ! আর আবীর ভাই তো অনেক বন্ধুসুলভ একজন মানুষ। খুবই ভালো অভিনয় যেমন করেন, মানুষটাও তেমনই। আর কাজের ব্যাপারে অনেক সিরিয়াস। এ রকম সহশিল্পী পেলে কাজ করতে ভীষণ ভালো লাগে। অন্যদিকে পরিচালক অনীক দত্ত খুবই যত্নসহকারে কাজটি করেছেন। সব মিলিয়ে খুব গোছানো কাজ হয়েছে। দর্শকের পছন্দ হবে বলে আশা করছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর