শিরোনাম
বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফারজানা ছবির ক্ষোভ

শোবিজ প্রতিবেদক

ফারজানা ছবির ক্ষোভ

জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। ২৫ বছর ধরে অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করে মানুষের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘মৃত্যুঞ্জয়ী’। যেখানে তিনি বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের ছাত্রী পম্পা দাসের সরাসরি ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন। ‘ছিটকিনি’ খ্যাত পরিচালক প্রয়াত ড. সাজেদুল আউয়ালের গবেষণা, কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন উজ্জ্বল কুমার মণ্ডল। তবে সরকারি অনুদানের এ ছবিটি কোনোরকম প্রচারণা ছাড়াই নীরবে মুক্তি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ফারজানা ছবি। তিনি বলেন, ‘এভাবে কোনো প্রচারণা ছাড়াই অনুদানের ছবি রিলিজ দিলে সেটি তো কালের গর্ভে হারিয়ে যাবেই। দর্শক তো জানবেই না। কীভাবে সিনেমাটি দেখতে যাবে? নির্মাণ করলেও কেন প্রচারণায় কোনো টাকা ব্যয় করে না বুঝে আসে না! ভালো ভালো ছবি নির্মিত হচ্ছে, রিলিজ হচ্ছে, কিন্তু ঠিকঠাক প্রমোশনের অভাবে কেউ জানেও না। ‘মৃত্যুঞ্জয়ী’ সিনেমাটির প্রচারের দায়িত্বে ছিল জাজ মাল্টিমিডিয়া। কিন্তু সেই সিনেমাটি নীরবে হলে রিলিজ পেল, প্রচারণা কই? সব ছবির প্রচারণায় তো একটি হ্যান্ডসাম বাজেট রাখতে হয়। শুধু সিনেমা নির্মাণ করে ছেড়ে দিলেও কি হবে? এ প্র্যাকটিস বাদ দিতে হবে। প্রমোশন সঠিক হলে সিনেমাটিও দর্শকের দোরগোড়ায় পৌঁছায়। ফলে সিনেমাটি সফলও হয়। আমি এ সিনেমাটির জন্য অনেক চেষ্টা করেছি, কষ্ট করেছি। কিন্তু কি হলো? কেউ জানল না ছবিটি হলে রিলিজ পেয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।’ এদিকে ফারজানা ছবি বেশকিছু ওয়েব ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সামনে মুক্তি পাবে অরণ্য আনোয়ারের ‘হাওর’ চলচ্চিত্রটি। নাটক কম করলেও ছবি এখন ওয়েব ও চলচ্চিত্র করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর