শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

১০ শিল্পীর কণ্ঠে দেশের গান

শোবিজ প্রতিবেদক

১০ শিল্পীর কণ্ঠে দেশের গান

১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রকাশ পাচ্ছে দেশের গান ‘রক্ত দিয়ে কিনেছি এ দেশ’। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের প্রতিভাবান ১০ কণ্ঠশিল্পী। গানটি যৌথভাবে লিখেছেন আদনান কবির, আতিক আহমেদ ও লিপি। গানটিতে সুরারোপ করেছেন আদনান কবির নিজেই। আর এ গানে কণ্ঠ দেওয়া ১০ কণ্ঠশিল্পী হচ্ছেন- সালমান রাজ, অবদুল আজিজ, আদনান কবির, জিহাদ ইমরান, ওসমান সজীব, রাজু, আজগর আলী, জে এইচ মুন্না, লিপি ও মকিবুল। গানটির সংগীতায়োজন করেছেন অনিম খান, গানটির চিত্র ধারণ করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রবীন্দ্র সরোবরে। গানটির চিত্র ধারণ ও রংবিন্যাস করেছেন টি জে রনি। গান প্রসঙ্গে আদনান কবির বলেন, ‘দেশের প্রতি ভালোবাসা থেকেই গানটি করা। শ্রোতারা গানটি পছন্দ করবেন।’ গানটি প্রকাশ পাচ্ছে আদনান কবির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

সর্বশেষ খবর