সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দেশে আবারও শাহরুখ ঝড়

শোবিজ ডেস্ক

দেশে আবারও শাহরুখ ঝড়

বলিউডে একটি বছর যেন নিজের করে নিয়েছেন শাহরুখ খান। চার বছর পর ২০২৩ সালে ফিরেই ‘পাঠান’ দিয়ে ছক্কা হাঁকান। এরপর ‘জওয়ান’ এসে পাঠানের রেকর্ড ভেঙে নজির গড়ে। এবার মুক্তির তালিকায় রয়েছে তাঁর ‘ডাঙ্কি’। বলিউড বাদশাহর নতুন সিনেমাটি ইতোমধ্যে সেন্সর বোর্ডে গ্রিন সিগন্যালও পেয়ে গেছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। উত্তেজনাও বাড়ছে ছবিটি নিয়ে। বড়দিন উপলক্ষে ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। একই দিনে সিনেমাটি বাংলাদেশেও মুক্তি দেওয়ার চেষ্টা করছে ছবি আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট’ ও ‘কিবরিয়া ফিল্মস’। জানা গেছে, ইতোমধ্যে ‘ডাঙ্কি’ আমদানির বিষয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে যোগাযোগ করেছে ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’।  এর আগে বাংলাদেশে শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তি পেয়ে অভাবনীয় সাফল্য লাভ করেছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দীন বলেন, দেশে দুই ঈদ ছাড়া পর্যাপ্ত ও মানসম্মত স্থানীয় ছবি পাওয়া যায় না। তাই বিদেশি বিশেষ করে ভারতীয় ছবি দর্শক ও সিনেমা হল মালিকদের প্রত্যাশা পূরণ করে যাচ্ছে। তিনি বলেন, আরেকটি বিষয় হলো এ দেশে অগণিত শাহরুখভক্ত রয়েছে। তারা শাহরুখের নতুন ছবি দেখতে ভারত চলে যায়। কিন্তু এ দেশে শাহরুখের ছবি ভারতের সঙ্গে মুক্তি দিলে তারা আর ছবি দেখতে ভারত যায় না এবং এতে সরকারের রাজস্ব  প্রাপ্তি ছাড়াও সিনেমা হল মালিক ও দর্শক লাভবান হয়। তাই সবদিকের সুফল বিবেচনায় বাংলাদেশে শাহরুখ খানসহ অন্য তারকাদের ছবি মুক্তির বিকল্প নেই। ‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমাতে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর