মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফিল্ম আর্কাইভে মিশুক মুনীরের স্মৃতি

শোবিজ প্রতিবেদক

ফিল্ম আর্কাইভে মিশুক মুনীরের স্মৃতি

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক ও সিনেমাটোগ্রাফার প্রয়াত মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী মুনীর তাঁর সংগ্রহে থাকা মিশুক মুনীরের ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি ও দলিলাদি গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালকের কাছে ফিল্ম মিউজিয়ামে সংরক্ষণের জন্য প্রদান করেন। তিনি মিশুক মুনীরের ব্যবহৃত ক্যামেরা, বিভিন্ন ধরনের লেন্স, ফ্ল্যাশগান, এক্সেসরিজ, ওহম মিটার, স্লাইড, ফটো অ্যালবাম, ক্যামেরার ম্যাগনেটিক, মিনি ক্যামেরা, ছোট ব্যাটারিচালিত লাইট, পাসপোর্ট, আইডি কার্ড, দুর্লভ পকেট ঘড়ি, হাত ঘড়ি, নেগেটিভ রাখার কাচের জার ইত্যাদি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামের জন্য দান করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ফারহানা রহমান, উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক, ফিল্ম অফিসার মো. ফখরুল আলম সোহাগ ও ফিল্ম ইনভেস্টিগেটর আবুল কাউসার মো. আল আমিন। তারেক মাসুদের পরিচালনায় নতুন ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিং  লোকেশন দেখতে গিয়ে মানিকগঞ্জের ঘিওরে ২০১১ সালের ১৩ আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন মিশুক মুনীর।

 

সর্বশেষ খবর