বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সবার আগে বাংলাদেশে ‘অ্যাকোয়াম্যান’

শোবিজ প্রতিবেদক

সবার আগে বাংলাদেশে ‘অ্যাকোয়াম্যান’

সারা বিশ্বে সবার আগে বাংলাদেশে মুক্তি পেল ২০১৮ সালের সাড়া জাগানো অ্যাকোয়াম্যান-এর সিকুয়্যাল ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। তবে তার আগই গতকাল বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর ফলে সবার আগে বাংলাদেশের দর্শকরা দেখার সুযোগ পেলেন কাক্সিক্ষত এ ছবিটি। ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অফ জাস্টিস’ মুভিতে ছোট্ট একটি ক্যামিওর পরে ‘জাস্টিস লীগ’ মুভি দিয়ে এভাবেই বড় পর্দায় প্রথম অভিষেক ঘটেছিল অ্যাকোয়াম্যানের। সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান, ফ্ল্যাশের মতো তুমুল জনপ্রিয় ডিসি সুপার হিরোদের ভিড়ে অ্যাকোয়াম্যানকে কিছুটা আন্ডারডগ হিসেবেই বিবেচনা করা হতো একটা সময়। তবে জ্যাক স্নাইডার যখন অ্যাকোয়াম্যান ওরফে আর্থার কারির চরিত্রে জ্যাসন মোমোয়াকে নির্বাচিত করেন, তখনই নড়েচড়ে বসেন অনেক ভক্ত। স্টার ওয়ার্স যেমন স্পেস অপেরা জনরাটিকে তুমুল গ্রহণযোগ্যতা দিয়েছিল, ঠিক তেমনি অ্যাকোয়াম্যান হয়ে উঠেছে একটি পরিপূর্ণ আন্ডারওয়াটার অপেরা। ধারণা করা হচ্ছে বছরের শীর্ষ ব্যবসাসফল ছবির তালিকায় ভালোভাবেই জায়গা করে নেবে ছবিটি।

সর্বশেষ খবর