শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইমরানের সুরে প্রথম হাবিব ওয়াহিদ

শোবিজ প্রতিবেদক

ইমরানের সুরে প্রথম হাবিব ওয়াহিদ

হাবিব ও  ইমরান। দুজনেই সুর-সংগীত-কণ্ঠের কারিগর হলেও গানের মেলবন্ধন খুব একটা ঘটেনি তাঁদের। দুজনার দীর্ঘ ও সফল সংগীত পথচলায় হাবিবের সুরে একটি গান ও পাঁচটি জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়েছেন ইমরান। এবারই প্রথম শিষ্য ইমরান মাহমুদুলের সুর-সংগীতে গাইলেন গুরু হাবিব ওয়াহিদ। গানটির শিরোনাম ‘বোকামন’। লিখেছেন ভারতের রজত ঘোষ। ইমরান জানান, এরই মধ্যে গানের রেকর্ডিং শেষ। সৈকত রেজার নির্মাণে দুজনের ভিডিও শুটিংও শেষ। বাকি রয়েছে মডেল পার্ট। লক্ষ্য, নতুন বছরের শুরুতে রঙ্গন মিউজিকের ব্যানারে শ্রোতাদের বিশেষ উপহার হিসেবে গানচিত্রটি প্রকাশ করা। হাবিব ওয়াহিদ বলেন, মুজার তৈরি ‘বেনি খুলে’ গানটি দিয়ে আমি অন্যদের সঙ্গে আমার কণ্ঠ শেয়ারের কাজটি শুরু করি। এর আগে আমি যা গেয়েছি সবই নিজের কম্পোজিশনে। মুজার গানটি করার পর আমার দারুণ অভিজ্ঞতা হলো। মনে হলো বিষয়টি মজার, বিশেষ করে যখন অন্যরা আমার কণ্ঠ ভেবে কম্পোজিশন সাজায়। ইমরানের কথায়, ‘হাবিব ভাই আমার কম্পোজিশনে গাইবেন, এটা তো আমার কাছে স্বপ্নের মতোই। সেই অনুভূতি বা সম্মান নিয়েই কাজটি করার চেষ্টা করছি।

 

 

সর্বশেষ খবর