সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আঁখির অন্যরকম দিন

শোবিজ প্রতিবেদক

আঁখির অন্যরকম দিন

আঁখি আলমগীরের জন্মদিন ৭ জানুয়ারি। আর ওই দিনই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। আঁখি জানান, এবারের জাতীয় নির্বাচনের দিন তাঁর জন্মদিন। ফলে সব শো ও পারিবারিক আয়োজন বাতিল করেছেন তিনি। আঁখি বলেন, এদিন নির্বাচনি আনন্দে দিন কাটাব বলে মনস্থির করেছি। তিনি আরও বলেন, প্রতিবারই আমি ভোট দিই। এবারও দেব। গাড়ি বের করব না। রিকশায় চেপে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দেব। বিষয়টি আমার কাছে ঈদ আনন্দের মতো। ভোট দিতে যাব। সেলফি তুলব। গল্প করব। মজা হবে আশা করি। প্রতি বছরই আমি ভোটকেন্দ্রে গিয়ে একটা সেলফি তুলি এবং ফেসবুকে সঙ্গে সঙ্গে আপলোড করি। এবারও এর ব্যতিক্রম হবে না। আামার ভোট আমি দিতে পেরেছি সবসময়। সবাই শুধু বলে তার ভোট নাকি অন্য কেউ দিয়ে দিয়েছে, কিন্তু আমার বেলায় এমনটা এখনো ঘটেনি। ফলে অভিজ্ঞতা দারুণ। তা ছাড়া কেন্দ্রে গেলে সবাই আমাকে দেখে খুশি হয়, ছবি তোলে, কেয়ার করে- এগুলো তো ভালো লাগে আসলে। ফলে ভোটের অভিজ্ঞতা বরাবরই আমার ভালো। উৎসবমুখর পরিবেশ চাই। ভয়ের পরিবেশ চাই না। ভোটাররা যেন আমার মতো আনন্দ করতে আসে, সেই পরিবেশ চাই। আঁখি আলমগীর বলেন, শোবিজ জগতের অনেকে এবার প্রার্থী হয়েছেন, আমি মনে করি যারা প্রার্থী হয়েছেন, তারা ভালো করবেন। ফেসবুকে দেখলাম খুব অ্যাগ্রিসিভলি প্রচারণা করছেন তারা, যেটা খুবই পজিটিভ মনে হলো। আশা করছি তারা জয়ী হয়ে আসবেন। সবার জন্য শুভ কামনা। তিনি জানান, রাজনীতি নিয়ে আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না। এখনো নেই। এ বিষয়ে আগ্রহ বরাবরই কম। ভোটারদের উদ্দেশে কিছু বলব- ভোট আসলে আমাদের নাগরিক অধিকার। আমি মনে করি আমাদের সবারই ভোট দেওয়া জরুরি।

 

সর্বশেষ খবর