মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পূজার উদ্যোগে ‘নয়নতারা’

শোবিজ প্রতিবেদক

পূজার উদ্যোগে ‘নয়নতারা’

৩১ জানুয়ারি ২০২৪, প্রতিষ্ঠার ১০ বছর পূর্ণ করতে যাচ্ছে বাংলাদেশের প্রথম নাচের রেপার্টরি ‘তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার’। এ উপলক্ষে বছরব্যাপী নানান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে তুরঙ্গমী। প্রতিষ্ঠার এক দশক উদযাপনের আয়োজনের প্রথম উদ্যোগ হিসেবে এ ডিসেম্বর থেকে শুরু হয়েছে রাজধানীর কড়াইল এলাকার বাচ্চাদের জন্য পূজা সেনগুপ্তের নাচের ক্লাস ‘নয়নতারা’। চলবে নতুন বছরের মার্চ মাস পর্যন্ত। তুরঙ্গমীর আয়োজনে এই ক্লাসে অংশগ্রহণ করছে ৩৩ জন শিক্ষার্থী যারা কড়াইলে থাকে। কড়াইল এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশোনার জন্য ৩৩টি স্কুল রয়েছে। প্রতিটি স্কুল থেকে একজন শিক্ষার্থীকে এই বিশেষ নাচের ক্লাসের জন্য নির্বাচন করা হয়েছে। নাচের ক্লাসগুলো পরিকল্পনা, নকশা ও পরিচালনা করছেন নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার পূজা সেনগুপ্ত। পূজা সেনগুপ্তকে সহযোগিতা করছে তুরঙ্গমীর চার সদস্যের একটি দল। সমাজের নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের সন্তানদের মধ্যে থাকা শিল্পী সম্ভাবনাকে উৎসাহিত করা এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রুচিশীল ও শিল্পসচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই নয়নতারা শিরোনামের এই নাচের ক্লাসের উদ্যোগ নিয়েছে তুরঙ্গমী। ২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তুরঙ্গমী। প্রসঙ্গত কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেস্কোর সদস্যপদ লাভ করেন। ২০১৮ সালে তিনি অর্জন করেন উদ্যোক্তা পুরস্কার ‘নুরুল কাদের সম্মাননা’। ২০২২ সালে প্রযোজনা ‘হোচিমিন’র জন্য ভিয়েতনামের মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে ফ্রেন্ডশিপ মেডেলে ভূষিত হন পূজা সেনগুপ্ত।

 

সর্বশেষ খবর