বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভাবনার অন্য ভাবনা

শোবিজ প্রতিবেদক

ভাবনার অন্য ভাবনা

তারকারাও ভোটার। সাধারণ মানুষের মতো তারাও উৎসাহ নিয়ে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে যাওয়ার কথা। সে ভাবনা থেকে জানতে চাওয়া, কে কোন আসনের ভোটার। এবারের নির্বাচন নিয়ে ভাবছেনই বা কী! ঠিক এমন ১০ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতেই নানা অজুহাতে সচেতনভাবে এড়িয়ে গেছেন বেশির ভাগ তারকা! যেমন জয়া আহসান বলেছেন, তিনি রাজনৈতিক বিষয়ে কথা বলতে নারাজ! মিশা সওদাগর বলেছেন, নির্বাচনের সময় তিনি থাকবেন যুক্তরাষ্ট্রে। আবার পূর্ণিমা এগিয়ে একধাপ! বললেন, তাঁর নাকি ভোটার হওয়ার বয়সই হয়নি এখনো! হাবিব ওয়াহিদের ভাষ্য, সুরের ভেলায় ভেসে বেড়ান বলে নির্বাচনের অভিজ্ঞতা তাঁর নেই! তবে সাত-পাঁচ না ভেবে যে কজন তারকা আগ্রহ দেখিয়েছেন এ ভোটের গল্পে, তাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন সুন্দর হোক। তার চেয়ে বেশি চাই, ভোট কেন্দ্রে সবাই আসুক। আমি ধানমন্ডি থাকি। ঢাকা-১০ আসনের ভোটার। অবশ্যই ভোট দেব। আমি মনে করি প্রতিটি ভোটারেরই ভোট দেওয়া উচিত। পাঁচ বছর আগে প্রথম ভোটার হই। তখনো ভোট দিতে গিয়েছি আমি। এবারও যাব। ছোটবেলায় আব্বু-আম্মুর সঙ্গে ভোট দিতে যেতাম। বেশ উৎসবমুখর পরিবেশ ছিল। যদিও তখন তো ভোটার ছিলাম না। গতবার যখন আমি প্রথম ভোটার হই তখন কাজিনরা মিলে বেশ আনন্দ করে ভোট দিতে গিয়েছি। অভিজ্ঞতা ঈদের খুশির মতো। এবার ভোটার হিসেবে অবশ্যই সুন্দর পরিবেশ চাই। যাতে মারামারি ঝামেলা না হয়। অন্য সব শান্তিপ্রিয় মানুষের মতো আমিও চাই দেশে এবার যেন শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং সেই নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে যেতে পারে। দেশে শান্তি বিরাজ করলে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকার আস্থা খুঁজে পাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর