শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
আলাপন

যা-ই করি নিষ্ঠার সঙ্গে করি

শোবিজ প্রতিবেদক

যা-ই করি নিষ্ঠার সঙ্গে করি

অভিনেতা আফজাল হোসেন। দেশের জনপ্রিয় অভিনেতা হলেও তাঁর নামের আগে নির্মাতা, চিত্রশিল্পী, লেখক, ফটোগ্রাফার পদবি যুক্ত করলেও ভুল হবে না। দেশের বিজ্ঞাপনী ইন্ডাস্ট্রিতে তিনি এক অনন্য নাম। তাঁর সঙ্গে সাম্প্রতিক ব্যস্ততা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন-

 

কেমন আছেন?

জি, ভালো ও সুস্থ আছি।

 

শিশুতোষ চলচ্চিত্র মানিকের লাল কাঁকড়া নির্মাণ কি শেষ হয়েছে?

হুমম... শেষ। সবকিছু পরিকল্পনা করে মুক্তি দিতে চাই এখন। দেখা যাক।

 

যাপিত জীবনের শুটিং অভিজ্ঞতা কেমন ছিল?

সব মিলিয়ে ভালোই। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাসহ বিভিন্ন লোকেশনে হাবিবুল ইসলাম হাবিব অনেক যত্ন নিয়ে শুটিং করেছেন। কাজ করে বেশ আনন্দ পেয়েছি। সবকিছু দারুণ ছিল। সহশিল্পীরাও দারুণ করেছে।

 

এ সিনেমায় আপনার চরিত্র ও গল্প সম্পর্কে জানতে চাই...

আমার চরিত্রের নাম সোবহান। রোকেয়া প্রাচী আমার স্ত্রী আফসানার চরিত্রে অভিনয় করেছে। প্রাচীর সঙ্গে সিনেমায় প্রথমবার কাজ। আর হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ পারিবারিক একটি গল্প। নির্মাণও পারিবারিক আবহে। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে দেশ ভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি।

 

দীর্ঘ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন, এতদিন কেন পাননি?

এসব নিয়ে আসলে আগে ভাবিনি। এতকিছু ভেবে তো আর অভিনয় করিনি। এতদিন ভালোবেসে শুধু এটা করে গেছি।

 

শুনেছি আপনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য নন, কথাটি কি সত্যি?

হুমম...সত্যি। সদস্য হইনি। আসলে এত বছরেও ইচ্ছা হয়নি সেখানকার সদস্য হওয়ার।

 

আপনাদের সময়ে কী অসামান্য নাটক-ধারাবাহিক নির্মিত হতো, এখন হয় না কেন? আগের মতো নাট্যকার নেই, নাকি শিল্পী নেই, নাকি মেধাবী নির্মাতা নেই?

সবই আছে আগের মতো, শুধু নেই ডেডিকেশন, একাগ্রতা। সবাই অল্পতেই জনপ্রিয় হতে চায়। ফেসবুকের লাইক-কমেন্ট পেয়ে মনে করে তারকা হয়ে গেছে। এখন বাংলাদেশে এত এত তারকা! তারা নিজেরা যেমন নষ্ট হচ্ছে তেমনি নষ্ট করছে তাদের চারপাশ। এ নিয়ে ভাবার সময় হয়েছে।

 

এ দায় কি এড়াতে পারেন?

এটি একটি সম্মিলিত কাজ। এককভাবে কাউকে দায়ী করা যাবে না। কেউই কারও জায়গায় সৎ নেই। একটি উদাহরণ দিলে বুঝতে পারবে। দেশের বাইরে যে ছবিগুলো পুরস্কারের জন্য পাঠানো হয় তার কয়টি মানসম্মত! বাজে ছবিগুলো কেন পাঠানো হয়? কারা পাঠান? এসব প্রশ্নের উত্তর সবাই জানি। কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। কারণ যারা নিয়ন্ত্রক তাদের বিপক্ষে কেউ কথা বলতে চাইছেন না।

 

দীর্ঘদিন ফটোগ্রাফি ও পেইন্টিং করছেন। এসব নিয়ে এক্সিবিশন করার প্ল্যান রয়েছে কি?

ইচ্ছা রয়েছে এগুলো নিয়ে এক্সিবিশনের আয়োজন করার। তবে একটু সময় নিচ্ছি ভালোভাবে সবকিছু গুছিয়ে নিতে।

 

নিজের কাজ নিয়ে নির্দিষ্ট কোন পরিকল্পনা থাকে?

আমি মাস বা বছরব্যাপী কোনো পরিকল্পনা করি না। করতেও চাই না। তবে যা-ই করি নিষ্ঠার সঙ্গে করি। সামনেও করে যেতে চাই।

সর্বশেষ খবর