শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’

শোবিজ প্রতিবেদক

২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’

বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায় অপারেশন জ্যাকপট। নৌসেক্টর কর্তৃক পরিচালিত এ গেরিলা অভিযানের বীরত্বের গল্প এবার উঠে আসছে সিনেমার পর্দায়। ‘অপারেশন জ্যাকপট’ নামেই নির্মিত হচ্ছে সিনেমাটি। যার অর্থায়ন করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ছবিটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। বিশাল আয়োজন আর মোটা বাজেটের এ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজিব কুমার। বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটির বিভিন্ন দিক তুলে ধরা হয়। যেখানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক স্বপন চৌধুরী, দুই পরিচালকসহ আরও অনেকে। এ ছবিতে ৮০ জনের বেশি অভিনেতা-অভিনেত্রী কাজ করবেন বলে জানা যায়। এর মধ্যে মুখ্য চরিত্রগুলোতে চূড়ান্ত হয়েছেন অনন্ত জলিল, রোশান, ইমন, নিরব, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী ও আমান রেজা। এ ছাড়াও থাকছেন মিশা সওদাগর, অমিত হাসান, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাকসহ আরও অনেকে। আজ বিএফডিসি থেকেই শুরু হচ্ছে ছবিটির শুটিং। এ লটের চিত্রায়ণ চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

সর্বশেষ খবর