শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শাবনূরের ‘রঙ্গনা’

শোবিজ প্রতিবেদক

শাবনূরের ‘রঙ্গনা’

এবার ‘রঙ্গনা’ হয়ে বড় পর্দায় আসছেন ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তিন দশকের সফল ক্যারিয়ারে প্রায় ৩৫০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। মধ্যে সংসার ও একমাত্র সন্তানকে সময় দিতে অভিনয় থেকে দূরে ছিলেন। মাঝে এর সঙ্গে যোগ হয়েছিল করোনা। তাই বড় পর্দায় ফেরা আর শাবনূরের পক্ষে সম্ভব হয়নি। ২০২০ সালের জানুয়ারিতে তিনি অস্ট্র্রেলিয়া গিয়েছিলেন। কথা ছিল ওই বছরের মার্চে দেশে ফিরে ছবির কাজ শুরু করবেন। কিন্তু মার্চেই দেশে এবং বিশ্বব্যাপী করোনা মহামারি দেখা দিলে তিনি আর ফিরতে পারেননি। চলতি মাসে দেশে ফিরেছেন এবং ১৭ ডিসেম্বর নিজের জন্মদিন পালন করেছেন। এখন তার কাজে ফেরার উদ্যোগ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানান, আমি অস্ট্রেলিয়া বসেই একটি ছবিতে সাইন করেছিলাম। ছবিটি একজন নতুন নির্মাতা নির্মাণ করবেন। এ নির্মাতার নাম আরাফাত। ছবির নাম-ভূমিকায় তিনি অভিনয় করবেন। নির্মাতা আরাফাত জানান, নারীকেন্দ্রিক রোমান্টিক গল্পের ছবি এটি। শাবনূর একজন মেধাবী ও জনপ্রিয় নায়িকা। দেশ-বিদেশে তার জনপ্রিয়তা এখনো তুঙ্গে। তাই তার এই ক্রেজ দেখেই তাকে মুখ্য ভূমিকায় কাস্ট করে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। আশা করছি এতে এক নতুন শাবনূরকে খুঁজে পাবে দর্শক। শাবনূর বলেন, চমৎকার একটি ভিন্নধর্মী গল্প। গল্পটি পড়ে এতে কাজ করার লোভ সামলাতে পারলাম না। আশা করছি দর্শকদের সামনে আমি নতুন শাবনূর হয়ে ছবিটি নিয়ে ফিরতে পারব। শাবনূর জানান, শিগগিরই ‘রঙ্গনা’ ছবির শুটিং শুরু হবে। এ ছবির নায়ক কলকাতা থেকে নেওয়া হচ্ছে। শাবনূর আরও বলেন, একই সঙ্গে চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ ছবির কাজও শুরু করব। এ ছবিতে আমার নায়ক থাকবেন মাহফুজ আহমেদ। উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শাবনূর একই সঙ্গে অস্ট্রেলিয়ারও নাগরিক। ১৯৯৩ সালে এহতেশামের ‘চাঁদনী রাতে’ ছবি দিয়ে ঢালিউডে তার অভিষেক ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর