রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বছর শেষে জমজমাট বলিউড-হলিউড

বছর শেষে জমজমাট বলিউড-হলিউড

বলিউড

আলোচিত ৫ ছবি

১. জওয়ান ২. পাঠান ৩. গাদার-টু ৪. অ্যানিমেল ৫. ডাংকি।

 

আলোচিত গান

১. রামাইয়া বাতা বাইয়া [জওয়ান]

২. জামালু কুদু [অ্যানিমেল]

 

শাহরুখময় বছর

এই বছরটাই যেন শাহরুখময়। চলতি বছর পরপর তিনটি অলটাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এই বলিউড বাদশাহ। ছবিগুলো হলো- পাঠান, জওয়ান ও ডানকি। বলা যায় ২০২০ সালে করোনা ও পরবর্তীতে দক্ষিণী সিনেমার ঝড়ে বলিউড যখন বিধ্বস্ত তখনই চলতি বছর শাহরুখ টর্নেডো জাগিয়ে তোলেন মৃতপ্রায় বলিউডকে। অভিনয়, আয়, রেটিং- এ বছর সবকিছুরই শীর্ষে শাহরুখ খান। এরই মধ্যে আরেকটি নতুন সোনালি পালক যোগ হলো কিং খানের স্বর্ণমুকুটে। বিশ্বের শীর্ষ ৫০ এশিয়ান তারকার মধ্যে ১ নম্বর তারকা হলেন শাহরুখ খান। গত ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তালিকাটি প্রকাশ করা হয়। তালিকাটি প্রকাশ করেছে যুক্তরাজ্যের সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’।

 

সেরা আলিয়া ভাট

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এ বছর জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। তার এই অর্জনে খুশির বন্যা বয়েছে ভক্তদের মধ্যে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আলিয়ার পুরস্কার গ্রহণের পুরো মুহূর্তটি রণবীর মোবাইলে ভিডিও করেছেন। ভক্তদের মন জয় করে নেওয়া এই ভিডিও মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়। তালিকাটি প্রকাশ করেছে এদিকে গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’-এর প্রকাশিত তালিকায় বিশ্বের দ্বিতীয় শক্তিমান অভিনয় শিল্পী হিসেবে নাম উঠে আসে আলিয়ার।

 

হলিউড আলোচিত ৫ ছবি

১. বার্বি

২. ওপেনহেইমার

৩. গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি-৩

৪. স্পাইডার ম্যান

৫. মিশন ইমপোসিবল -ডেড কেকনিং-১

 

সর্বশেষ খবর