মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফের একসঙ্গে শাহরুখ-দীপিকা

শোবিজ ডেস্ক

ফের একসঙ্গে শাহরুখ-দীপিকা

চলতি বছরই শাহরুখ খানের তিন সিনেমা মুক্তি পেয়েছে। তার দুটির আয় ১ হাজার কোটি রুপির ঘর পেরিয়েছে। সিনেমা দুটি হলো ‘পাঠান’ ও ‘জওয়ান’। দুটি সিনেমায়ই শাহরুখের নায়িকা হিসেবে প্রশংসিত হয়েছেন দীপিকা পাড়ুকোন। বছরের শেষ দিকে মুক্তি পাওয়া বলিউড বাদশাহর ‘ডানকি’ সিনেমায় দীপিকা নেই। সেই ছবি অতটা ব্যবসাও করতে পারেনি। তাই অনেকেই দাবি করছেন, শাহরুখের সিনেমার লক্ষ্মী নাকি রণবীর সিংয়ের স্ত্রীই! সে হোক বা না হোক, শাহরুখ ও দীপিকা যখনই জুটি হয়ে সামনে এসেছেন তখনই দারুণ কিছু হয়েছে। এটা সেই ‘ওম শান্তি ওম’ থেকে প্রমাণিত। আবারও তারা আসছেন একসঙ্গে। তবে এবার সিনেমায় নয়। তাদের দেখা যাবে একটি পণ্যের প্রচারে। চলতি ডিসেম্বরেই কিং খান শাহরুখের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্ক উদযাপন করেছে হুন্দাই। সংস্থার তরফে শাহরুখকে এসইউভির ১ হাজার ১০০তম গাড়ি উপহার দেওয়া হয়েছে। আর এবার হুন্দাই ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হলেন কিং খানের ব্লকবাস্টার নায়িকা দীপিকা। হুন্দাই মোটর ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। ২৯ ডিসেম্বর শুক্রবার হুন্দাই মোটর ইন্ডিয়ার তরফে দীপিকাকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে। শিগগিরই তাদের এ প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা যাবে। এদিকে আবার হৃত্বিক রোশনের বিপরীতে পরিচালক সিদ্ধার্থ আনন্দের অ্যারিয়াল অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘ফাইটার’-এ দেখা যাবে দীপিকাকে। হৃত্বিক-দীপিকা জুটির প্রথম ছবি হতে চলেছে এটি।

 

সর্বশেষ খবর