বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে লেনিন

শোবিজ প্রতিবেদক

গান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে লেনিন

মীর শরীফ হাসান লেনিনের গান ‘স্বাধীনতা কখনো ঘোষণা হতো না’ প্রকাশের পর শ্রোতামহলে বেশ সাড়া ফেলে। অন্তর্জালে গানটি ব্যাপকভাবে ছড়িয়ে আছে। গানটি লিখেছেন লেনিনের মা সংসদ সদস্য হোসনে আরা। গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেন লেনিন। সংগীতায়োজন করেন ভারতের রকেট মন্ডল। গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গানটি ভারতকে সম্মান জানিয়ে হিন্দিতে প্রকাশ পায়। নতুন বছরে গানটি নতুনভাবে ইংরেজিতে আসছে। এই প্রথম বঙ্গবন্ধুর কোনো গান বাংলার পরে হিন্দি এবং ইংরেজিতে আসছে। লেনিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটির ইংরেজি ভার্সন মুক্তি পাবে। আন্তর্জাতিকভাবে গানটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এ উদ্যোগ নিয়েছেন বলে জানান এ শিল্পী। নব্বই দশকে গানের ভুবনে পথচলা শুরু করেন গায়ক, মডেল ও উপস্থাপক মীর শরীফ হাসান লেনিন।

সর্বশেষ খবর