শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ওটিটিতে তারকাদের বাজিমাত

ওটিটিতে তারকাদের বাজিমাত

দেশীয় বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং সাইটে প্রতিনিয়ত মুক্তি পাচ্ছে প্রচুর ওয়েব ফিল্ম ও সিরিজ। প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে এখন উঠতি অভিনেতা-অভিনেত্রীরাও কাজ করছেন।  নিত্যনতুন ও বৈচিত্র্যময় কাজ উপহার দিচ্ছেন। সেসব তারকাকে নিয়ে বিস্তারিত লিখেছেন- পান্থ আফজাল

 

সমালোচনা ও বিতর্ক দিয়ে এ দেশে ‘ওয়েব সিরিজ’- এর যাত্রা শুরু হলেও ইদানীং বেশকিছু দর্শকনন্দিত কাজ নির্মিত হয়েছে। এসব কনটেন্টে জনপ্রিয় তারকাদের পাশাপাশি উঠতি অভিনয়শিল্পীরা নিজস্ব ঢং ও বৈচিত্র্যপূর্ণ অভিনয়গুণে দর্শক নজর কাড়তে সক্ষম হচ্ছেন। অসংখ্য ওটিটি প্ল্যাটফরম আসার কারণে সবার অভিনয়ের ক্ষেত্রও হয়েছে বিস্তৃত। অন্যদিকে নতুন নতুন ওয়েব সিরিজের মাধ্যমে আবারও কাজে ফিরছেন পুরনো নাট্যকার, নির্মাতা, প্রযোজকসহ জনপ্রিয় অভিনয়শিল্পীরা। দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার ওয়েব সিরিজ যাত্রা শুরু শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’ এর ঐশী চরিত্রের মধ্য দিয়ে, যা তাঁর ক্যারিয়ারে নতুন পালক যুক্ত করে। এরপর করেন পার্থ সরকারের ‘ব্যাচ ২০০৩’, মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ সহ বেশকিছু ওয়েব সিরিজ। ‘ব্যাচ ২০০৩’ দিয়ে ওটিটিতে নিজেকে অন্যভাবে চেনালেও ভিকি জাহেদের ‘দ্য সাইলেন্স’ দিয়ে ছোটপর্দার সুপারস্টার সজল নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। এ নেগেটিভ চরিত্রে সজলকে ভালোভাবেই মেনে নেন দর্শকরা। এরপর সজল করেন সহিদ উন নবীর ‘পাফ ড্যাডি’। ‘রূপকথা নয়’ এর মাধ্যমে ক্যারিয়ারে ওয়েব যাত্রা শুরু করলেও ‘তাকদির’ দিয়ে আলোচনায় আসেন চঞ্চল চৌধুরী। তিনি এরপর গোলাম সোহরাব দোদুলের নীল দরজা, ঊনলৌকিক, ডার্করুম, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বলি, জাগো বাহে, পেটকাটা ষ, হইচইয়ের কারাগার, কারাগার টু, ওভারট্রাম্প-এর মতো একের পর এক ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকমুগ্ধতা কাড়েন। গ্ল্যামারার্স অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওয়েব যাত্রা শুরু ওপারের ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’র মুসকান জুবেরীর চরিত্র দিয়ে। এরপর নজর কাড়েন গুটিতে মাদক পাচারকারী সুলতানার চরিত্র দিয়ে। ভার্সেটাইল ও শীর্ষ অভিনেতা মোশাররফ করিম প্রথমবার করেন শামীম জামানের ‘আলটিমেটাম’-এ। তবে তিনি গুণী নির্মাতা আশফাক নিপুণের ‘মহানগর’ ও ‘মহানগর-টু’ দিয়ে দুই বাংলার দর্শক নজর কাড়েন ওসি হারুন চরিত্রে অনবদ্য অভিনয় দিয়ে। সম্প্রতি গোলাম সোহরাব দোদুলের ‘মোবারকনামা’র মোবারক চরিত্র দিয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। এ সিরিজে শবনম ফারিয়া, শাওনও ছিলেন সপ্রতিভ। তমা মির্জা ‘বুকের মধ্যে আগুন’, ‘ফ্রাইডে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ দিয়ে নিজেকে চিনিয়েছেন। দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো শিহাব শাহীনের ‘দ্বিতীয় কৈশোর’ দিয়ে ওয়েব ক্যারিয়ার শুরু করেন। তিনি ওয়েব সিরিজ হিসেবে করেন বিউটি অ্যান্ড দ্য বুলেট, মরীচিকা, কাইজার, সিন্ডিকেট, সাড়ে ষোলসহ ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়, রেডরাম, শুক্লপক্ষ, নীল জলের কাব্য প্রভৃতি। গুণী অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও অপি করিম প্রথমবারের মতো ওটিটি কনটেন্টে জুটি বাঁধেন হইচইয়ের ‘অদৃশ্য’তে। বছর শেষে এসে প্রচারিত হয় মোস্তফা সরয়ার ফারুকী এবং তিশা অভিনীত ফারুকীর নির্মাণে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এর আগে তিশা করেন ‘কুয়াশা’। শিহাব শাহীনের মরীচিকার পর জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ দর্শকনজর কাড়েন রনি ভৌমিকের ‘মৃধা বনাম মৃধা’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলনে’ দিয়ে। অন্যদিকে এ ওয়েব সিরিজে সিয়ামের জুটি তাসনিয়া ফারিণের ওটিটি যাত্রা শুরু হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ দিয়ে। এরই মধ্যে বিঞ্জে মুক্তি পায় শিহাব শাহীনের নির্মাণে ফারিণ অভিনীত ‘বাবা সামওয়ান ফলোয়িং মি’। কাজী নওশাবা আহমেদ ওটিটিতে নিজেকে প্রমাণ করেছেন। একে একে তিনি পূর্ণজন্মর দুটি সিক্যুয়েল, পেটকাটা ষ, ব্যাচ ২০০৩, একেন বাবু, মহানগর, আড়ালসহ করেছেন এক বান্ডিল ওয়েব। ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ দিয়ে মিথিলাকে দর্শক গ্রহণ করেছেন। ওয়েব সিরিজ ‘সাবরিনা’ দিয়ে মেহজাবীনের ওটিটি যাত্রা শুরু হলেও একে একে রেডরাম, কাজলের দিনরাত্রী, দ্য সাইলেন্স, আমি কি তুমি, নীল জলের কাব্য দিয়ে নিজেকে অন লেভেলে নিয়ে গেছেন তিনি। এদিকে তানিম রহমান অংশুর ‘তীরন্দাজ’ এর মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন কাবিলাখ্যাত জিয়াউল হক পলাশ, সঙ্গে রোদসী। সম্প্রতি শেষ করেছেন কাজল আরেফির অমির ‘অসময়’ ওয়েব সিরিজ। ‘বোধ’ দিয়ে সারা আলম এবং মোবারকনামা দিয়ে শাহানাজ সুমি সবার নজর কেড়েছেন। অভিনেতা সোহেল মন্ডল হইচই প্ল্যাটফরমে মুক্তি পাওয়া সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনীমের নির্মাণে ‘তাকদির’-এ চঞ্চলের সঙ্গে সমানতালে অভিনয় করেছেন। এরপর করেছেন বলি, পেটকাটা ষ, রিফিউজি, ঊনলৌকিক। অপূর্ব ‘দ্বিতীয় কৈশোর’ ও তানিম অংশুর ‘বুকের মধ্যে আগুন’ এরপর তপু খানের ‘ডার্ক জাস্টিস’ করেছেন। এছাড়া ওয়েবে কাজ করে দর্শকনন্দিত হয়েছেন রওনক হাসান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, শতাব্দী ওয়াদুদ, নাফিস আহমেদ, শবনম ফারিয়া, শ্যামল মওলা, নিশাত প্রিয়ম, এফ এস নাঈম, শুভ, মিথিলা, মম, আইশা খান, শরিফুল রাজ, রাশেদ মামুন অপু, মনোজ প্রামাণিক, খায়রুল বাসার, মোস্তাফিজ নূর ইমরান, ইমতিয়াজ বর্ষণ, নাজিবা বাশার, দীপান্বিতা মার্টিন, ইয়াশ রোহান, জাহাঙ্গীর আলম, স্পর্শিয়া, ইমন, ফরহাদ লিমন, সাবিলা নূর, আফিয়া বর্ণ, আরশ খান, নাজিয়া অর্ষা, নাজিফা তুষি, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, পরীমণি, সুনেরাহ, তারিক আনাম খান, শাহেদ আলী, পূজা চেরী প্রমুখ।

সর্বশেষ খবর