শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যেভাবে ‘জামাল কুদু’

আলাউদ্দীন মাজিদ

যেভাবে ‘জামাল কুদু’

এখন কোথায় নেই ‘জামাল কুদু’, বিয়ে, গায়ে হলুদ কিংবা অন্য কোনো ঘরোয়া আনন্দ আয়োজন এমনকি সংগীতপ্রেমিকরা যখন একান্তে নিভৃতে গান শুনতে বসে তখনই বেজে ওঠে ‘জামাল কুদু’। বিশ্বের নানা প্রান্তে চলছে ‘জামাল কুদু’ ঝড়। ‘জামাল জামালেক জামালু জামাল কুদু’। সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমার ‘জামাল কুদু’ শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ সিনেমায় আবরার হক চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। সবকিছু ছাপিয়ে ‘জামাল কুদু’ গানে নেচে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এ অভিনেতা। মদের গ্লাস মাথায় নিয়ে ববি দেওলের নাচের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইরানের বিখ্যাত কবি বিজন সমাদ্দারের লেখা কবিতাকে গানে রূপান্তর করা হয়। এর সংগীতায়োজন করেছিলেন ইরানের খাতারেহ গ্রুপ। ১৯৫০ সালে প্রথম সমবেতভাবে গানটি কণ্ঠে তোলেন খারাজেমি গার্লস হাইস্কুলের গায়করা। গানটি মুক্তির পর বিয়ের গান হিসেবে দারুণ জনপ্রিয়তা লাভ করে। ‘অ্যানিমেল’ সিনেমার জন্য ইরানের এ গান নতুন করে তৈরি করেছেন ভারতের হর্ষবর্ধন রামেশ্বর। গানটির বাংলা অর্থ হলো- ‘ওহ, আমার ভালোবাসা, আমার প্রিয়, আমার মিষ্টি ভালোবাসা। ওহ, আমার প্রিয়, আমার হৃদয় নিয়ে খেলো না/ আমাকে ছেড়ে নতুন জীবন শুরু করেছো/ আমি মজনুর মতো পাগল হয়ে যাচ্ছি।’ গানটির বয়স প্রায় ৭৩ বছর। শুধু ভাইরালই নয়, সামাজিক মাধ্যমের সব প্ল্যাটফরমে ‘জামাল-কুদু’ বা ‘জামাল জামালু’ নামের গানটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে। ভিন্ন ভাষার গানটি বিমোহিত করেছে সব শ্রেণির দর্শক-শ্রোতাকে। ১৯৫০ সালের দিকে দক্ষিণ ইরানে একদল তরুণী নিজেদের স্কুলে প্রথমবার এ গানটি গেয়েছিলেন। এরপর থেকে ধীরে ধীরে খারাজেমি গার্লস হাইস্কুলে গাওয়া এ গানটি হয়ে উঠে পারস্য সংস্কৃতির অঙ্গ। ইরানের বিয়ের অনুষ্ঠানে এ গান গাওয়ার রীতি রয়েছে। এ গানটিই ‘অ্যানিমেল’ ববি দেওলের বিয়ের দৃশ্যে ব্যবহার করা হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, প্রীতিসহ অনেকে। সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়ে জনপ্রিয় হয়। সিনেমাটির জনপ্রিয়তার পাশাপাশি এর ‘জামাল কুদু’ গানটিও এখন এ দেশের দর্শক শ্রোতাদের মুখে মুখে ফিরছে। জামাল-কুদু গানটি ‘অ্যানিমেল’ সিনেমাকে বহু ধাপ এগিয়ে নিয়ে গেছে।

সর্বশেষ খবর