সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোট দিলেন শোবিজ তারকারা

ভোট দিলেন শোবিজ তারকারা

ফেরদৌস

গতকাল অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। কোন তারকা কোন কেন্দ্রে ভোট দিলেন সেই চিত্র তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ ও পান্থ আফজাল

 

মেহের আফরোজ শাওন

জনপ্রিয় অভিনেত্রী ও শিল্পী মেহের আফরোজ শাওন সকাল সাড়ে ১০টার দিকে ভোট দিয়েছেন রাজধানীর ধানমন্ডির গভর্নমেন্ট হাইস্কুল ভোট কেন্দ্রে। তিনি ভোট দিয়ে অমোচনীয় কালি দেওয়া আঙুলের ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘ভোট দিয়ে আসলাম’।

 

ফেরদৌস

সকাল ৯টা ৪৬ মিনিটে রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী। ভোট দেওয়ার ছবি তার ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- আমি ভোট দিয়েছি। আপনি দিয়েছেন কি?

 

মমতাজ

সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ মানিকগঞ্জে তার নির্বাচনি এলাকায় সকাল ১০টার দিকে ভোট দিয়েছেন। কেন্দ্রে গিয়ে তিনি বিজয় চিহ্ন দেখিয়ে ভোট দেন। ভোট প্রদানের ছবি তিনি তার ফেসবুকে শেয়ার করেছেন।

 

শাকিব খান

ওমরাহ শেষে গতকাল দুপুরে ঢাকায় নামেন শাকিব খান। নেমেই মা রেজিয়া বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান। শাকিব বলেন, বাংলাদেশের জন্য আজকের দিনটা স্পেশাল। ভোটের যে অধিকার, ক্ষমতা সেটি প্রয়োগের দিন।  ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। শাকিব খান ঢাকা-১৭ আসনের ভোটার। গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

 

জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ভোট দিয়েছেন। মাকে সঙ্গে নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বারিধারার একটি ভোট কেন্দ্রে যান তিনি। ভোট দেওয়ার পরই নিজের ফেসবুক পেজে ভোট দেওয়ার প্রমাণ আঙুলে কালির দাগের একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন জয়া। ফেসবুকে এ পোস্ট দেওয়ার পরই ভক্তদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন জয়া। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারায় নায়িকাও বেশ উচ্ছ্বসিত।

 

মিম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। শোবিজের কয়েকজন প্রার্থী হয়েছেন এবারও। ভোট উৎসবে অংশ নিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করতে ভিনয়শিল্পীদের অনেকেই চলে গেছেন নিজের নির্বাচনি এলাকায়। তবে মজার বিষয় হচ্ছে চিত্রনায়িকা মিম সঙ্গী সনির সঙ্গে অবকাশ যাপনে দুবাই ঘুরতে গিয়েছিলেন। তবে ভোট দিতে তিনি দেশে উড়ে এসেছেন আগেই। তিনি বলেন, ‘৫ জানুয়ারি দুবাই থেকে দেশে ফিরেছি। মূলত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্যই দেশে ফেরা। রাজশাহী-৬ আসনের ভোটার আমি। শনিবার রাতেই রাজশাহী গিয়েছি। ভোট দিয়েই আবার ঢাকায় ফিরতে হবে, অনেক কাজ জমে আছে। এবার কাকে ভোট দেব সেটা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। অফিশিয়ালি সেটা কাউকে জানাতে চাচ্ছি না আপাতত।

 

তারিন জাহান

অভিনেত্রী তারিন জাহান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিয়ে হাতের অমোচনীয় কালি প্রদর্শন করা ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন এ অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন- ‘আমি আমার ভোট দিয়েছি, আপনি?’

 

সারা, ইরেশ, শ্রিয়া যাকের

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন সারা। শুধু তিনিই নন, অভিনেত্রীর ছেলে ও অভিনেতা ইরেশ যাকের এবং মেয়ে শ্রিয়া যাকেরও ভোট দিয়েছেন। তবে অভিনেত্রীর স্বামী ও প্রয়াত অভিনেতা আলী যাকেরকে মিস করছেন তারা। ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেমেয়ের সঙ্গে ভোট কেন্দ্রের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সারা। ক্যাপশনে তিনি লিখেছেন- তোমাকে ভীষণ মিস করছি আলী যাকের। ভোটার হিসেবে আমরা আমাদের অধিকার প্রয়োগ করছি। আমার ভোট আমি দেব।

 

হিরো আলম

হিরো আলম তার ভোট প্রদানের ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন- ‘ভোট দেওয়া মানুষের অধিকার, এ অধিকার যারা কেড়ে নেয়, তারা অপরাধী, আল্লাহ তাদের বিচার করুক।’ তিনি এ নির্বাচনে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী। গতকাল সকাল সোয়া ৯টার দিকে বগুড়া সদর উপজেলায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন হিরো আলম।

 

সৌম্য ও দিব্য

নতুন প্রজন্মের দুই অভিনেতা সৌম্য ও দিব্য এবার প্রথমবারের মতো ভোট দিয়েছেন। তার মা অভিনেত্রী শাহনাজ খুশি তার ফেসবুকে এ তথ্য প্রকাশ করেছন।  দুই ছেলের ছবি পোস্ট করে তিনি লেখেন- ‘প্রথমবার ভোট। যারা ভোট বর্জন করেছে, তারা তরুণদের আবেগ বর্জন করেছে। আমার ভোট, আমার দেশ, ভালোবাসি বাংলাদেশ।’

সর্বশেষ খবর