বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নিপুণের তথ্য ফাঁস

শোবিজ প্রতিবেদক

নিপুণের তথ্য ফাঁস

নিজের সম্পর্কিত অজানা তথ্য ফাঁস করলেন চিত্রনায়িকা নিপুণ। জানালেন, নায়িকা হওয়ার আগে তাকে যুক্তরাষ্ট্রে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়েছে। সেই দিনগুলোর কথা আজও ভোলেননি তিনি। স্বামী ও মেয়ে তানিশার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন নিপুণ। পরে বিচ্ছেদ ঘটে তার। এরপর বেশ যুদ্ধ করে জীবন কাটাতে হয়েছে তাকে। বিদেশের মাটিতে নিজের থাকার জায়গা না থাকায় তার বোনের এক বান্ধবীর বাসায় ওঠেন। নিপুণ বলেন, ‘আমার বিচ্ছেদের পর আপুর বান্ধবীর বাসায় থেকেই আমি একটি চাকরি খুঁজতে থাকি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পাই। এরপর সপ্তাহে দুই দিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি। পরে বড় কফিশপে চাকরি পেয়ে যাই।’ তিনি আরও বলেন, ‘আমার তখনকার কাজেই সেই অভিজ্ঞতাই এখন আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসবে না।’ বর্তমানে নিজের টিউলিপ নামের একটি পারলার পরিচালনা করছেন নিপুণ। পাশাপাশি তার একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে।

সর্বশেষ খবর