সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাধিকার তিক্ত অভিজ্ঞতা

শোবিজ ডেস্ক

রাধিকার তিক্ত অভিজ্ঞতা

বলিউডের অন্যতম অভিনেত্রী রাধিকা আপ্তে। ক্যারিয়ারে বেশকিছু ভিন্ন ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছেন। নানামাত্রিক গল্পে তার ভিন্নধর্মী উপস্থিতি সবাইকে মুগ্ধ করে। নতুন বছরেও বেশকিছু কাজ নিয়ে নিজেকে জানান দিতে সামনে আসছেন। শনিবার সকালে বিমানবন্দরে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। ইনস্টাগ্রামে এক পোস্টে এ বিড়ম্বনার কথা জানান ‘অহল্যা’ খ্যাত অভিনেত্রী। তিনি জানান, ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার পর বিমানবন্দরের অ্যারোব্রিজে তালাবদ্ধ করে রাখা হয় রাধিকাসহ ফ্লাইটের যাত্রীদের। সেখানে কোনো খাবার পানি ও টয়লেটের ব্যবস্থা ছিল না। নিরাপত্তার কারণ দেখিয়ে খোলা হয়নি দরজাও। রাধিকার পোস্ট থেকে জানা যায়- সকাল সাড়ে ৮টায় তার ফ্লাইট ছিল। কিন্তু সকাল ১০টা ৫০ মিনিটেও ফ্লাইট ছাড়েনি। বরং ফ্লাইটের সব যাত্রীকে অ্যারোব্রিজে এনে তালাবদ্ধ করে রাখা হয়। ফ্লাইটের যাত্রীদের মধ্যে ছোট শিশু এবং বৃদ্ধরাও ছিলেন, যারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট কখন ছাড়বে এ বিষয়ে ক্রুরাও কিছু বলতে পারছিলেন না। তিনি আরও জানান, ফ্লাইটের ক্রু পরিবর্তন হওয়ায় ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে, তবে নতুন ক্রু ঠিক কখন এসে পৌঁছাবে সে বিষয়ে কারও কোনো ধারণা নেই। উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে ভারতের উড়োজাহাজ চলাচলে সমস্যার কয়েকটি ঘটনা জানা গেছে। এর মধ্যে শনিবার সকালে ঘন কুয়াশার কারণে ভারতের মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে ঢাকায় জরুরি অবতরণ করানো হয়েছে। পরে ১২ ঘণ্টা পর সেটি গন্তব্যে পৌঁছেছে।

 

সর্বশেষ খবর