বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নাজিম জয়-আনিকা শখের ত্রিভূজ

শোবিজ প্রতিবেদক

নাজিম জয়-আনিকা শখের ত্রিভূজ

শাহরিয়ার নাজিম জয় অভিনেতা তকমা বাদেও উপস্থাপনা, নাটক-সিনেমা নির্মাণে হয়েছেন প্রশংসিত। অন্যদিকে আনিকা রহমান শখ আগের মতোই নিয়মিত অভিনয় করছেন নাটক ও ওয়েবে। সম্প্রতি একটি ওয়েব ফিল্মে জুটি বেঁধে কাজ করছেন এ দুই প্রিয়মুখ। অলোক হাসানের ‘ত্রিভূজ’ নামের এ ওয়েব ফিল্মটির প্রযোজনায় রয়েছেন ১৯৫২ এন্টারটেইনমেন্ট লিমিটেডের সাজু মুনতাসির। চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা। এতে তিন জুটির চরিত্রে জয়-শখ ছাড়াও দেখা যাবে ইমতিয়াজ বর্ষণ-ফারিণ খান ও সোহেল মন্ডল-মৌসুমী মৌকে। আইনজীবী চরিত্রে রয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। নাজিম জয় বলেন, ‘খুব চমৎকার একটি গল্পের ফিল্ম। আমার চরিত্রটিও দারুণ।’ শখ বলেন, ‘নীতি, মানবতা ও মনস্তাত্ত্বিক ক্রাইসিসের চিত্র তুলে ধরা হয়েছে এটিতে।’ শিগগিরই দীপ্ত প্লেতে দেখা যাবে ‘ত্রিভূজ’।

 

সর্বশেষ খবর