বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

লুইপার চমক

শোবিজ প্রতিবেদক

লুইপার চমক

দূর ইরানের ‘জামাল’ আর বাংলার ‘কমলা’কে যেন এক সুতোয় গেঁথে নিলেন দেশের অন্যতম সুকণ্ঠী লুইপা। দুটো গানের তাল-লয়ের ফাঁকে যুক্ত করলেন সিলেট অঞ্চলের আরেকটি ট্র্যাডিশনাল গান ‘আইলারে নয়া দামান’। তুহিন আহমেদের সংগীতায়োজনে লোকগানের এ দারুণ ম্যাশআপটির ভিডিও ধারণ করেছেন এমডি আলমগীর হোসেন। যিনি নিজেও একজন নামকরা যন্ত্রী, প্যাডিস্ট। আর ভিডিওতে মডেল হলেন লুইপা নিজেই। কিন্তু কোন ভাবনায় এ ভিন্ন কাজটি সাধন করলেন লুইপা কিংবা পুরো টিম?

জবাবে সুকণ্ঠী বলেন, ‘আমি মূলত স্টেজ শোয়ের মানুষ। শোয়ের ফাঁকে রেকর্ডিং করি। ফলে প্রতিদিনই মঞ্চের সামনে থাকা শ্রোতাদের কথা আমাকে ভাবতে হয়। তাদের নানামাত্রিক গানের আবদার শুনতে হয়, অনুরোধ রাখতে হয়। ইদানীং তো প্রায় প্রতিটি শোয়ে ‘জামাল কুদু’ গানটার অনুরোধ পাই। কিছুদিন আগেও পেতাম ‘নয়া দামান’ গানটি। আর ‘কমলায় নৃত্য করে’ তো আমাদের রক্তে মেশা একটা গান। তিনটি গানই ট্র্যাডিশনাল। তিনটির সুর প্রায় একই।

ভাবলাম মঞ্চে যেহেতু প্রায়শই এ গানগুলো গাইতে হয়, তাহলে একটা রেকর্ডেড ভার্সন করলে ক্ষতি কি? বরং আরও অনেক মানুষ একসঙ্গে গানগুলো উপভোগ করতে পারবেন। সেই ভাবনা থেকেই হুট করে কাজটি করা।’ সম্প্রতি মজার এ গানটি প্রকাশ হয়েছে লুইপার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। শিল্পী জানান, এটি প্রকাশের পর ব্যাপক প্রশংসা মিলছে তার পক্ষে। যদিও এতটা তিনি আশা করেননি।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর