সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রথমবার নার্ভাস ছিলেন কৃতি

শোবিজ ডেস্ক

প্রথমবার নার্ভাস ছিলেন কৃতি

আলোচিত সিনেমা ‘মিমি’র পর কৃতি শ্যাননের ভাগ্যের চাকা অনেকটাই ঘুরে গেছে। এ ছবিতে তার অভিনয় দর্শকের মন ছুঁয়েছে। ‘মিমি’র হাত ধরেই জাতীয় পুরস্কার জয় করেছেন এ অভিনেত্রী। এ ধরনের পুরস্কার জয়ের পর একজন শিল্পীর চাপ অনেকটাই বেড়ে যায়। তবে কৃতি মোটেও কোনো চাপ নিতে রাজি নন। তেরে বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এ ছবি ছাড়া আরও অনেক কথা বলেছেন এ বলিউড তারকা। মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে শহীদ কাপুর আর কৃতি শ্যানন অভিনীত ‘তেরে বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবির ট্রেলার। এ ছবিতে কৃতিকে রোবটের চরিত্রে দেখা যাবে। আর শহীদ কাপুর সাধারণ মানুষ।  ট্রেলারে শহীদ আর কৃতির রোমান্স দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। শহীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে কৃতি বলেন, ‘সত্যি বলতে, এই প্রথম আমি কোনো অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস ছিলাম, আর সে হলো শহীদ। বিশেষ করে তার সঙ্গে নাচ করার সময় আমি নার্ভাস হয়ে পড়েছিলাম। অবশ্য সবাই আমাদের রসায়নের প্রশংসা করছেন।

 

সর্বশেষ খবর