বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শীর্ষে দীপিকা

শোবিজ ডেস্ক

দীপিকা পাড়ুকোন। গ্ল্যামার আর অভিনয়ে তিনি জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন। তবে ক্যাটরিনার সঙ্গে অদৃশ্য লড়াই চলে দীপিকার। বক্স অফিসে সাফল্যেও দুজনের অবস্থান প্রায় সমান হলেও কে শীর্ষ নায়িকা সেটা থেকে যায় দোলাচলে। কিন্তু একটি নিরিখে এগিয়েই রইলেন ‘পিকু’ তারকা। ২০২২ পর্যন্ত অবশ্য দুজনেরই ১০০ কোটির বেশি আয় করা ছবির সংখ্যা ছিল সমান; ৮টি। তবে গেল বছরের জানুয়ারিতে ‘পাঠান’ দিয়ে নিজের নবম সেঞ্চুরি হাঁকান দীপিকা। যার ফলে ক্যাটকে ছাড়িয়ে এগিয়ে যান তিনি। এরপর দশমবার নিজের অদৃশ্য মুকুট পুনরুদ্ধার করেন দীপিকা। তার নতুন ছবি ‘ফাইটার’ ইতোমধ্যে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ফলে ১০টি সেঞ্চুরি নিয়ে ফের চূড়ায় দীপিকা।

 

সর্বশেষ খবর