শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
তারকাদের অদ্ভুত যত ডাকনাম

আলু হলেন আলিয়া, পুটাই থেকে শুভশ্রী আর গুল্লু ঐশ্বরিয়া

আলু হলেন আলিয়া, পুটাই থেকে শুভশ্রী আর গুল্লু ঐশ্বরিয়া

বলিউড ও টালিগঞ্জ সিনেমার তারকাদের সুন্দর নামগুলো অনেকের কাছে খুবই প্রিয়। কিন্তু বেশির ভাগই হচ্ছে ফিল্মি নাম। তাদের কিন্তু অদ্ভুত মজার কিছু নাম আছে।  সেই নামের কথাই তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

 

কলকাতা সিনেমার নায়িকাদের মধ্যে গ্ল্যামারাস শুভশ্রীকে কেউ পুটাই বলে ডাকছেন? এটিই তার ডাকনাম। শ্রাবন্তীর ডাকনাম গিন্টু। ছোটবেলা থেকেই তাকে নাকি পুতুলের মতো দেখাত। তাই বাবা আদর করে এ নামে ডাকতেন। স্বস্তিকার ডাকনাম ভেবলি। এ নাম এখন অনেকেই জানেন। ফলে ব্যক্তিগত এবং পেশাদার জীবনে অনেকেই তাকে এখন এ নামেই ডাকেন। রাইমা সেনের বহু ডাকনাম আছে। ডলস, ডলি বলে নাকি তাকে ডাকেন কাছের মানুষরা। তবে মা মুনমুন সেন রাইমাকে ডলু নামে সম্বোধন করেন। প্রকাশ্যেও শোনা গেছে এমন ডাক। পাওলিকে সংক্ষিপ্ত করে পাও ডাকা হয়। আর ঋতুপর্ণার ডাকনাম চুমকি। বাবা এ নামে ডাকা শুরু করেছিলেন। অভিনেত্রী পায়েল সরকারের ডাকনাম পিউ। ইন্ডাস্ট্রির প্রায় সবাই তাকে এ নামেই ডাকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বা নামেই জনপ্রিয়তা পান। এ নাম ছাড়াও প্রসেনজিৎকে তার মা বাড়িতে বুম বলে ডাকতেন এবং দাদা-পিসিদের কাছে বুম্বা দা বলেই পরিচিত। সব্যসাচী চক্রবর্তী ছোটবেলায় খুব ‘গাবলুস’ টাইপের মোটা ছিলেন বলে তাকে তার বাবা ডাকতেন ‘বেণীপ্রসাদ আগরওয়াল।’ সেখান থেকেই সব্যসাচী বেণী নামেই পরিচিত। তবে ইন্ডাস্ট্রিতেও সবাই সব্যসাচীকে বেণু দা বলেই সম্বোধন করে। টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার ডাকনাম চুমকি। তার বাবা তাকে এ নামটি দিয়েছিলেন, তবে তার পরিবারের অন্য সব সদস্য চুমকি নামের পাশাপাশি তাকে টুনুমোনা বলে ডেকে থাকেন। স্বস্তিকা মুখোপাধ্যায়। শুনতে একটু অদ্ভুত লাগলেও তার ডাকনাম ‘ভেবলি’। অভিনেত্রী পায়েল সরকারের ডাকনাম অভিনেত্রীর নিজেরও বেশ পছন্দের। তার ডাকনাম পিউ। শুভশ্রী, টলি টাউনের এ সুন্দরী নায়িকাকে ঘনিষ্ঠরা ডাকেন পুতাই বলে। হ্যাঁ, এটিই তার ডাকনাম। জন্মের পর তার এক কাকা নায়িকাকে এই নাম দেন। এমনকি শুভশ্রীর স্বামী অর্থাৎ রাজ চক্রবর্তী তাকে পুতাই নামেই ডাকেন। অভিনেত্রী পাওলি দামের ডাকনাম পাও। অভিনেত্রীর স্বামীও তাকে এ নামেই সম্বোধন করেন। তবে অভিনেত্রীর আরও একটি নাম রয়েছে, তা হলো বুড়ি। অন্যদিকে বলিউড অভিনেত্রী আলিয়ার ডাকনাম আলু। সোনমকে তার বাবা নাম দিয়েছিলেন জিরাফ। কারণ সোনম অনেক লম্বা এবং ছিপছিপে। তাই মজা করে তাকে জিরাফের সঙ্গে তুলনা করেন অনিল কাপুর। কখনো তিনি পিগিচপস, কখনো পিকি, কখনো আবার মিথো বা মিমি। এ রকমই একাধিক ডাকনাম রয়েছে প্রিয়াঙ্কার। শুধু পরিবারের কাছেই নয়, কারিশমা এবং কারিনা এ দুই বোনের ডাকনাম সংবাদমাধ্যমে এবং ভক্তদেরও খুব পছন্দের। তাই কারিশমা-কারিনার পরিবর্তে তাদের লোলো এবং বেবো বলেও সম্বোধন করা হয়। ভক্তরা ঐশ্বরিয়াকে অনেক সময় অ্যাশ বলে ডাকেন। প্রাক্তন মিস ওয়ার্ল্ড কিন্তু আজও পরিবারের কাছে গুল্লুই রয়েছেন। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ডাকনাম গুল্লু। ছোটবেলায় খুব গোলগাল ছিলেন বলেই হয়তো তার এ নাম। মহেশ ভাটের কন্যা আলিয়া ভাটের আদুরে নাম- আলু। আলিয়া থেকে সংক্ষিপ্ত আলু। বলিউডের ‘কিং খান’ শাহরুখের ডাকনাম একটু অন্যরকম। তার নাম লাকি আলী। শাহরুখ তার নামের স্বার্থকতা প্রমাণ করেছেন। এমন সৌভাগ্যবান পুরুষের নামই তো হওয়া উচিত লাকি। প্রিয়াঙ্কা চোপড়ার ডাকনাম মিমি। অনেকে আদর করে মিঠু বলেও ডাকে। প্রিয়াঙ্কার চাচাতো বোন ও বলিউড নায়িকা পরিণীতি চোপড়ার ডাকনাম টিসা। টুইংকেল খান্না পরিবার ও বন্ধুমহলে টিনা নামে পরিচিত। মাধুরী দীক্ষিতের ডাকনাম বাবলী। হাসিখুশি এ মানুষটির জন্য নামটি একদম যথার্থ। রণবীর কাপুরের ডাকনাম ডাব্বু। কাপুর বংশের দুই বোন ও বলিউড তারকা কারিশমা ও কারিনার ডাকনাম যথাক্রমে- লোলো ও বেবো। এ ডাকনাম দুটি একটু অদ্ভুত বটে। হৃত্বিক রোশনের ডাকনাম ডুগগু। শহীদ কাপুরকে বাড়ির সবাই ডাকেন শাসা বলে। আনুশকা শর্মার ডাকনাম নুশি। বিপাশা বসুর ডাকনাম তার মা-বাবা রেখেছিলেন বনি। বরুণ ধাওয়ানকে ছোটবেলায় ডাকা হতো পাপ্পু বলে। শিল্পা শেঠীর আরেক নাম মান্য।

সর্বশেষ খবর