শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সত্যজিতের পাণ্ডুলিপি যেভাবে চুরি করেন স্পিলবার্গ

সাইফ ইমন

সত্যজিতের পাণ্ডুলিপি যেভাবে চুরি করেন স্পিলবার্গ

উপমহাদেশের অনেক বিখ্যাত চলচ্চিত্র তৈরি হয়েছে হলিউডের চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে। কিন্তু জেনে অবাক হবেন হলিউডের বিখ্যাত নির্মাতা ‘ইটি’র পরিচালক স্পিলবার্গ চুরি করেছিলেন সত্যজিতের লেখা পাণ্ডুলিপি। একই অভিযোগ করেন বিশ্ববিখ্যাত কল্পবিজ্ঞান লেখক আর্থার সি ক্লার্কও। ১৯৮২ সালে মুক্তির পরেই সত্যজিৎ রায় দাবি করেন ইটি চলচ্চিত্রটি নকল করা হয়েছে তার লেখা থেকেই। সেসময় বিশ্বব্যাপী তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল এ চুরির অভিযোগ নিয়ে। দুই ভাগ হয়ে পড়েছিল বিশ্ব মিডিয়া। একদিকে বিশ্বখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। তবে স্পিলবার্গের ব্যবহারে মনঃক্ষুণ হয়েছিলেন সত্যজিৎ। এ ছবি মুক্তির পরপরই এক বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের থেকে ফোনকল পেয়েছিলেন সত্যজিৎ। ফোনটি করেছিলেন বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক আর্থার সি ক্লার্ক। ফোনের অপর প্রান্ত থেকে রীতিমতো উত্তেজিতভাবে তিনি সত্যজিতকে জানিয়েছিলেন, স্পিলবার্গের ‘ইটি’র গল্পের সঙ্গে অদ্ভুত মিল সত্যজিতের লেখা ‘দ্য এলিয়েন’ ছবির চিত্রনাট্যের।  সত্যজিতের লেখা ‘এলিয়েন’-এর চিত্রনাট্য ‘লিক’ হয়ে গিয়েছিল। ১৯৮৩ সালে ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে সত্যজিৎ ‘ইটি’ প্রসঙ্গে বলেন, ‘আমার লেখা এলিয়েনের চিত্রনাট্য ছাড়া এ ছবিই তৈরি করতে পারতেন না স্পিলবার্গ।’ সেই সাক্ষাৎকারেই আর্থার সি ক্লার্কের ফোন করার ঘটনাটিও সামনে আনেন সত্যজিৎ। ‘লন্ডন থেকে আর্থার তো ফোনে বলেওছিলেন আমি যেন এ বিষয়টিকে মোটেও হালকা করে না নিয়ে বসে থাকি। বরং কপিরাইটের মামলা ঠুকি ইটির বিরুদ্ধে!’ তবে শেষ পর্যন্ত স্পিলবার্গের বিরুদ্ধে কোনোরকম মামলা দায়ের করেননি সত্যজিৎ। শুধু বলেছিলেন, অকারণে ‘ইটি’র ছবির প্লট কঠিন করেছেন স্পিলবার্গ। অন্যদিকে স্পিলবার্গ এ ‘চুরির অভিযোগ’ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিলেন। যুক্তি হিসেবে বলেছিলেন, তিনি তখন স্কুলের ছাত্র যখন ‘দ্য এলিয়েন’-এর চিত্রনাট্য বাজারে ‘লিক’ হয়ে গিয়েছিল। দ্য এলিয়েন-এর চিত্রনাট্যে রাখা হয়েছিল বাংলার এক গ্রামের পটভূমিকায় নেমে আসবে ভিনগ্রহের এক জীব। আর স্টিভেন স্পিলবার্গের ইটি আবর্তিত হয় হলিউডের প্রেক্ষাপটে। স্কুলের ছাত্র বড় হয়ে সেই পাণ্ডুলিপি চুরি করেননি। হুবহু একই আইডিয়া স্টিভেন স্পিলবার্গ বড় হওয়ার পর তার মাথায় এসেছে। বিষয়টা বিস্ময়কর নয়?

সর্বশেষ খবর