সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইশরাত নিশাত নাট্য পুরস্কার

শোবিজ প্রতিবেদক

ইশরাত নিশাত নাট্য পুরস্কার

এবার নয়টি ক্যাটাগরিতে ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’ দেওয়া হবে । শ্রেষ্ঠ প্রযোজনার জন্য মনোনয়নে পেয়েছে প্রাচ্যনাটের ‘অচলায়তন’, তাড়ুয়ার ‘আদম সুরত’, আরশিনগরের ‘সিদ্ধার্থ’। শ্রেষ্ঠ নির্দেশক হিসেবে রয়েছেন আজাদ আবুল কালাম (অচলায়তন, প্রাচ্যনাট), বাকার বকুল (আদম সুরত, তাড়ুয়া), রেজা আরিফ (সিদ্ধার্থ, আরশিনগর)। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বাতিঘরের ‘ভগবান পালিয়ে গেছে’ নাটকের জন্য সঞ্জয় সরকার মুক্তনীল, ‘আদম সুরত’-এ বাকার বকুল ও ‘নাজুক মানুষের সংলাপ’-এর জন্য শাহাদুজ্জামান মনোনয়ন পেয়েছেন। শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ) খায়রুল আলম হিমু, প্রদ্যুৎ কুমার ঘোষ ও রামিজ রাজু, শ্রেষ্ঠ অভিনেতা (নারী) ফৌজিয়া করিম অনু, সঞ্জিতা শারমীন ও সানজিদা প্রীতি, শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক আহম্মেদ অপু (আদম সুরত), চারু পিন্টু (ভগবান পালিয়ে গেছে, বাতিঘর), মো. সাইফুল ইসলাম (অচলায়তন)। শ্রেষ্ঠ সংগীত পরিকল্পক জনি সেন রুবেল (ভগবান পালিয়ে গেছে, বাতিঘর), নীল কামরুল (অচলায়তন, প্রাচ্যনাট), সমুদ্র প্রবাল (আদম সুরত, তাড়ুয়া)। শ্রেষ্ঠ আলোক পরিকল্পক অনিক কুমার, মো. সাইফুল ইসলাম, হেনরি সেন এবং শ্রেষ্ঠ পোশাক পরিকল্পক আফসান আনোয়ার, এনাম তারা সাকি, জিনাত জাহান নিশা ও নুসরাত জাহান জিসা।

 

সর্বশেষ খবর