সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তানজিন তিশার ‘পয়জন’

শোবিজ প্রতিবেদক

তানজিন তিশার ‘পয়জন’

তানজিন তিশার সিনেমা ‘পয়জন’। বড় পর্দা নয়, ছবিটি চলবে ওটিটি প্ল্যাটফরমে। নির্মাতা সঞ্জয় সমদ্দার। নির্মাতা জানান, ঈদের বিশেষ সিনেমা হিসেবেই এটি মুক্তি পাবে দীপ্ত প্লে-তে। জানা যায়, শুটিংও শেষ এ সিনেমার। গত নভেম্বরে তানজিন তিশার ‘আত্মহত্যা চেষ্টা’ কিংবা ‘ফুড পয়জনিং’ নিয়ে যে লঙ্কাকান্ড বেঁধে গেল মিডিয়ায়, সালিশ গড়াল ‘ভাতের হোটেল’ অবধি; তবে কি তারই প্রতিচ্ছবি উঠে আসবে ‘পয়জন’-এ! আবার এমনটাও তো হতে পারে, ‘বিষ’ খেয়ে অচেতন তানজিন তিশা মধ্যরাতে ঢাকা মেডিকেলে যাওয়ার ঘটনাটি শুটিংয়েরই অংশ ছিল! কারণ, সেই ঘটনার পর তিশাকে সে অর্থে আর বড় কোনো প্রজেক্টে বা খবরে মেলেনি। একইভাবে সঞ্জয় সমদ্দারও ‘মানুষ’ পেরিয়ে বিশেষ কোনো ঘোষণায় যাননি। ফলে তানজিন তিশার ‘ফুড পয়জনিং’-এর সঙ্গে ‘পয়জন’ প্রসঙ্গ টানতেই নির্মাতা খানিক থতমত খেলেন। নিজেকে সামলে বললেন, ‘না না। একদমই না। বলার পরই মনে পড়ল সেই ঘটনার কথা। সেটার সঙ্গে এ সিনেমার কোনো সম্পর্ক নেই, না গল্পে না চরিত্রে। নামের বিষয়টি কাকতাল হতে পারে।’ ‘পয়জন’ রচনা করেছেন মামুনুর রশিদ তানিম।

সবশেষে তিশা বলেন, ‘দেশের বাইরে থাকার কারণে এবার ভালোবাসা দিবসের জন্য বিশেষ কোনো কাজ করতে পারিনি। আমি আমার দর্শকদের হতাশ করতে চাই না। বিশেষ এ দিবসের জন্য একটি কাজ থাকবে মেহেদী হাসান হৃদয়ের। এখানে আমার সঙ্গে রয়েছেন মুশফিক আর ফারহান। তা ছাড়া আগের করা কিছু কাজও হয়তো আসতে পারে।’ নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘অতিরিক্ত যে কোনো কিছু বিষের মতো। যেটাকে বলা হয়, এক্সেস অব এনিথিং। ‘পয়জন’-এর গল্পটিও ঠিক তেমন। একদম সাসপেন্স থ্রিলার গল্প। তিশাকে কেন্দ্র করেই পুরো গল্প।’

 

সর্বশেষ খবর