বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সংরক্ষিত নারী আসনের তারকা প্রার্থীরা

সংরক্ষিত নারী আসনের তারকা প্রার্থীরা

মনোনয়নপ্রত্যাশী বাঁ থেকে নিপুণ আক্তার, অপু বিশ্বাস, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, শাহনূর ও রোকেয়া প্রাচী

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সদস্য হওয়ার দৌড়ে নেমেছেন শোবিজের একঝাঁক তারকা। এ তালিকায় আছেন লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, নিপুণ আক্তার, তানভীন সুইটি, অপু বিশ্বাস, তারিন জাহান, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, শামীমা তুষ্টি, জাকিয়া মুন প্রমুখ।  তাদের কথা তুলে ধরা হলো-

 

লাকী ইনাম

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ষড়ৈশ্বর্য লাকী ইনাম এবারের সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, ‘আগেও বলা হয়েছিল কিন্তু কাজ বিঘিœত হবে বলে আর এগোয়নি আমি। এবার আগ্রহী হলাম। আসলে বাংলাদেশ প্রতিটি সেক্টরে যেভাবে এগিয়ে যাচ্ছে সে হিসেবে আমি মনে করি শিল্প ও সংস্কৃতির উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখা প্রয়োজন। যেহেতু আমরা শিল্প, সংস্কৃতি ও থিয়েটারে আছি তাই এ সেক্টরের জন্য কিছু করা উচিত। সেজন্যই এবার থাকছি।’

শামীমা তুষ্টি

সংস্কৃতি কর্মী ও অভিনেত্রী শামীমা তুষ্টিও আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তুষ্টি বলেন, ‘বড় পরিসরে কাজ করতে গেলে বড় চিন্তা করতে হবে। এজন্যই আমি মনোনয়ন চেয়েছি। এ ছাড়া প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। আমি সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে চাই। আওয়ামী লীগ সরকার শিল্পীবান্ধব, আমি শিল্পীদের নিয়ে, শিল্পীদের জন্য কাজ করতে আগ্রহী। আশা করি আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দেবে।’

সোহানা সাবা

‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বাবার আদর্শে আমিও আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাই।’ সাবা আগে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ‘১৫ বছর ধরে আওয়ামী লীগ যে উন্নয়ন করে আসছে, আমি দেশের সে উন্নয়নে নারী উদ্যোক্তা হিসেবে সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।’

 

অপু বিশ্বাস

‘মানুষের জন্য কাজ করতে চাই। সেই ২০১৭ সাল থেকে মানুষের জন্য, দলের জন্য কাজ করছি। এখন অবধি আছি। আমি মনে করি মানুষের জন্য কাজ করার জন্য আমি যোগ্য। সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এ দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’

 

রোকেয়া প্রাচী

‘ফেনীর জন্য মনোনয়নপত্র তুলেছি। নেত্রী যদি মনে করেন আমাকে নারী আসনে এমপি বানাবেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করব। আমি দলের জন্য অনেক দিন ধরে কাজ করছি।’

 

নিপুণ

‘প্রথমত দোয়া চাই সবার। প্রধানমন্ত্রী যদি যোগ্য মনে করেন, তাহলে তিনি অবশ্যই বিবেচনা করবেন।’

 

তানভীন সুইটি

তানভীন সুইটি বলেন, ‘প্রত্যাশা নিয়েই ফরম তুলেছি। আসলে দলের হয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। আশা করছি মনোনয়ন পেয়ে যাব। আমি নারীদের জন্য কিছু করতে চাই। তাদের নিয়ে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমি যেন সেই সুযোগটা পাই।’

 

মেহের আফরোজ শাওন

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি ময়মনসিংহ বিভাগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তিনি বলেন, ‘এ নিয়ে আমি এখন কিছু বলতে চাই না।’

 

শাহনূর

নারীদের জন্য কাজ করতে চান অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনূর। মনোনয়নপত্র কিনেছেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি সরাসরি নির্বাচনে অংশ নেব। যদি মনোনয়ন না পাই, যিনি পাবেন তার জন্য কাজ করব।’ শাহনূর জানান, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।

 

ঊর্মিলা শ্রাবন্তী কর

মনোনয়নপত্র নিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দলের জন্য কাজ করছি। এমনকি দলের একটা পদেও রয়েছি। সুযোগ পেলে মানুষের জন্য কাজ করতে চাই।’

 

জাকিয়া মুন

‘প্রত্যাশা দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। আমি মুক্তিযোদ্ধার সন্তান। বাবা বেঁচে নেই, তাই আমার সঙ্গে এলাকার অন্য মুক্তিযোদ্ধারা এসেছেন; তারাই আমার পরিবার।’

 

প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করেন সেটাই হবে : সুবর্ণা মুস্তাফা

‘এটা নিয়ে এখনই বলার কিছু নেই। মনোনয়নপত্র তুলেছি এটা সত্য। এখন প্রধানমন্ত্রী যদি আবারও আমাকে যোগ্য মনে করেন, তাহলে সংরক্ষিত নারী আসনে সদস্য বানাবেন। তিনি না চাইলে তো আর সম্ভব নয়। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। এখন দেখা যাক কী হয়।’ এর আগে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সুবর্ণা মুস্তাফা সদস্য হিসেবে মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তাঁকে আওয়ামী লীগের ব্যানারে মনোনীত করা হয়। ঢাকা থেকে নির্বাচিত সুবর্ণা মুস্তাফা তখন বলেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে মনোনীত করবার জন্য। আমার জন্য এটি একেবারেই নতুন একটি জায়গা, তাই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিকনির্দেশনা দেবেন আমি সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। আমাকে যখন যে কাজই দেওয়া হয়েছে শতভাগ দায়িত্ব নিয়ে করার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবেন সেটাও আমি শতভাগই পালন করার চেষ্টা করব। সফলতার সঙ্গে সে কাজ করার চেষ্টা থাকবে আমার।’ নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি দেশের সংস্কৃতি অঙ্গনের উন্নতির জন্যও কাজ করার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

 

আমি চাই উন্নয়নের ধারা বজায় থাকুক : তারিন জাহান

‘প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে সুযোগ দেবেন। যদি মনোনয়ন না পাই, যিনি পাবেন তার জন্য কাজ করব।’ এ অভিনেত্রী বলেন, ‘আমি চাই দেশে উন্নয়নের ধারা বজায় থাকুক। জ্বালাও -পোড়াও নয়, আমরা চাই দেশের উন্নয়নের রাজনীতিতে সবাই সম্পৃক্ত হোক।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই তারিন অভিনয়ের মাধ্যমে মুগ্ধতা দিয়ে চলেছেন টিভি দর্শকদের। তিনি ছোটবেলা থেকেই আওয়ামী লীগের সমর্থক। রাজনীতিতে সক্রিয় হন ২০১৩ সালে। এর দুই বছর আগে ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সঙ্গে যুক্ত হন। তরুণদের নিয়ে গঠিত এ সংগঠনের অন্যতম সদস্য তারিন।

সর্বশেষ খবর