বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মঞ্চে বাতিঘরের ‘প্যারাবোলা’

শোবিজ প্রতিবেদক

মঞ্চে বাতিঘরের ‘প্যারাবোলা’

১৪ ফেব্রুয়ারি বাতিঘরের ১৭তম প্রযোজনার অংশ হিসেবে আসছে নাটক ‘প্যারাবোলা’। নাটকটি নোবেলজয়ী ইতালিয়ান নাট্যকার দারিও ফো’র বহুল আলোচিত নাটক অ্যাকসিডেন্টাল ডেথ অব অ্যান অ্যানার্কিস্ট অবলম্বনে তৈরি। ৪০টির বেশি দেশে নাটকটি মঞ্চায়িত হয়েছে। বাংলায় এর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। ইতালির একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। এ নাটকে দর্শক কৌতুকী ক্রোধের শক্তির অনবদ্য মহড়া প্রত্যক্ষ করবে। মঞ্চে অভিনয়ে খ্যাপা চরিত্রে মুক্তনীল/খালিদ হাসান রুমী, সুপার চরিত্রে ফয়সাল মাহমুদ/সামি দোহা, বাতেন তাজিম আহমেদ/শিশির সরকার/ স্মরণ বিশ্বাস, ইন্সপেক্টর শৈবাল সান্যাল/বিজয় বণিক, সুখচান/ময়না সোহানুর রহমান, মারিয়া রুম্মান শারু/নাদিয়া হক। আলোক পরিকল্পনায় তানজিল আহমেদ, সেট, প্রপস, কস্টিউমে তাজিম আহমেদ, কোরিওগ্রাফি শিশির সরকার, মিউজিক জনি সেন রুবেল এবং রূপসজ্জা রুম্মান শারু।

সর্বশেষ খবর