শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসন্তবরণে বসুন্ধরায় নগরবাউল জেমস

শোবিজ প্রতিবেদক

বসন্তবরণে বসুন্ধরায় নগরবাউল জেমস

বসন্ত এসে গেছে। তাই এই বসন্তে চেনারূপে ফিরছেন নগরবাউল-খ্যাত তারকা সংগীতশিল্পী জেমস। দেশ-বিদেশে একের পর এক কনসার্টে ব্যস্ত সময় পার করছেন। সুখবর হচ্ছে, ১৬ ফেব্রুয়ারি  ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে ‘ফগ বাংলাদেশ’ নিবেদিত ‘দ্য স্কুল অব রক-ভলিউম-২’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি। ফগ বাংলাদেশ নিবেদিত এ আয়োজন করছে ইটিসি ইভেন্টস। এতে পছন্দের গান পরিবেশনের কথা রয়েছে তাঁর। এ কনসার্টে আরও গান পরিবেশন করবে আর্টসেল, অ্যাশেজ, ভাইকিংস, সোনার বাংলা সার্কাস, প্লাজমিক নক এবং ব্লু জিনস। জেমসের কথায়, ‘ভক্ত আর গানের টানে মঞ্চে বারবার ফিরতেই হয়। সময় সময় চেষ্টা থাকে শ্রোতাদের প্রিয় কিছু গান শুনিয়ে তাদের প্রত্যাশা পূরণের। দ্য স্কুল অব রক কনসার্টেও সেই চেষ্টাই থাকবে। এ আয়োজন রকপ্রেমীদের মধ্যে সাড়া ফেলবে বলেই আশা করছি।’ আয়োজকরা জানান,  জেমস সব সময়ই রকপ্রেমীদের পছন্দের শীর্ষে। তাই রক ঘরানার যে কোনো আয়োজনে এই রকস্টারের কথাই ভাবা হয়। দেশের বাইরে একের পর এক শো করার কারণে অনেক দিন দেশের মঞ্চে জেমসের দেখা মেলেনি, যে কারণে সংগীতপ্রেমীদের তৃষ্ণাও বেড়ে গেছে। সেই সংগীত তৃষ্ণা মেটাতেই এ কনসার্টের পরিকল্পনা। এদিকে কনসার্টের পাশাপাশি জেমস এখন ব্যস্ত সময় পার করছেন নতুন গানের আয়োজন নিয়ে।

সর্বশেষ খবর