শিরোনাম
শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কালজয়ী সংগীতশিল্পী আবদুল জব্বারের ৮৬তম জন্মদিন

শোবিজ প্রতিবেদক

কালজয়ী সংগীতশিল্পী আবদুল জব্বারের ৮৬তম জন্মদিন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার। কিংবদন্তি এই শিল্পীর আজ ৮৬তম জন্মদিন। ১৯৩৮ সালের ১০ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি। মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা জোগাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’সহ অনেক দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর গাওয়া ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’ এবং ‘জয় বাংলা বাংলার জয়’ গান তিনটি ২০০৬ সালে বিবিসি বাংলায় শ্রোতা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা  গানের তালিকায় স্থান করে নিয়েছিল। ‘সারেং বৌ’ চলচ্চিত্রে আলম খানের সুরে ‘ওরে নীল দরিয়া’ গানটি তাঁর কণ্ঠে গাওয়া কালজয়ী এক গান। ১৯৬৪ সালে জহির রায়হান পরিচালিত ‘সঙ্গম’ ছবির গানে প্রথম কণ্ঠ দেন তিনি। ‘তুমি কি দেখেছ কভু’, ‘পিচ ঢালা এই পথটারে’, ‘সুচরিতা যেওনাকো’ তাঁকে এনে দেয় আকাশছোঁয়া জনপ্রিয়তা। একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী ২০১৭ সালের ৩০ আগস্ট মৃত্যুবরণ করেন।

সর্বশেষ খবর