রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিন্ডিকেট নিয়ে অরুণার ক্ষোভ

শোবিজ প্রতিবেদক

সিন্ডিকেট নিয়ে অরুণার ক্ষোভ

বুধবার মারা যান শক্তিমান অভিনয়শিল্পী আহমেদ রুবেল। অরুণা বিশ্বাসের মতে, আহমেদ রুবেলের মতো অভিনয়শিল্পী সিন্ডিকেটে কোণঠাসা হয়ে পড়েছিলেন। তাই কাজের ব্যস্ততা কমে যায়। সেই পরিপ্রেক্ষিতে অরুণা বিশ্বাস শুক্রবার সকালে তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন- ‘অখাদ্য-কুখাদ্য জোর করে গেলাচ্ছেন, বলছেন দর্শকের রুচি খারাপ। সিন্ডিকেটের নামে সব গুণী শিল্পীকে কাজ না দিয়ে ঘরে বসিয়ে রেখে জীবিত মেরে ফেলছেন আর মঞ্চে দাঁড়িয়ে হাহুতাশ। অসম্মান, অশ্রদ্ধা এসব পাওয়ার জন্য শিল্পীর জন্ম নয়। আজকে আহমেদ রুবেল মারা গেছেন। অনেকে দুঃখ প্রকাশ করছেন। অনেকে এও বলছেন, তিনি দেরি করে সেটে আসতেন। ফরীদি ভাই সম্পর্কেও এ রকম বলতে শুনেছি। আরে ভাই, গুণী শিল্পীরা একটু এ রকম হয়। তারা একটু যদি এ রকম করেনও আমাদের মতো ক্ষুদ্র মানুষদের এগুলো মেনে নেওয়া উচিত। আমি মনে করি দেশের ও সংস্কৃতির এবং শিল্পের স্বার্থে এসব মেনে নেওয়া উচিত। গুণী শিল্পীদের কাজের মধ্যে রাখা উচিত।’

সর্বশেষ খবর