সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পর্দা উঠছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০’

শোবিজ প্রতিবেদক

পর্দা উঠছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০’

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০’। এ উৎসব চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে জহির রায়হানের ‘কখনো আসেনি’, তারেক মাসুদের ‘অন্তর্যাত্রা’, প্রসুন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’ এবং শ্যাম বেনেগালের ‘মুজিব’। উৎসবে আরও প্রদর্শিত হবে ‘হুব্বা’, ‘প্রহেলিকা’, ‘সামথিং লাইক অ্যান অটোইয়োগ্রাফি’, ‘জাস্ট অ্যা জোক ডার্লিং’ সহ ২০টি চলচ্চিত্র। প্রচার সহযোগিতায় বাংলাদেশ প্রতিদিন এবং বাংলা ট্রিবিউন।

 

সর্বশেষ খবর