সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রধানমন্ত্রী হতে চান কঙ্গনা!

শোবিজ ডেস্ক

প্রধানমন্ত্রী হতে চান কঙ্গনা!

বছর দুয়েক ধরেই কঙ্গনা রানাউতের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু বিজেপি শিবিরের স্বঘোষিত সমর্থক হয়েও রাজনীতির ময়দানে এখনো তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি। সামাজিক মাধ্যমে তার রাজনৈতিক সচেতনতার বহির্প্রকাশ দেখা যায় সাধারণত। আর এবার তিনি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন! আদৌ বিষয়টা ঠিক কি? সম্প্রতি ‘রাজাকার : সাইলেন্ট জেনোসাইড অব হায়দরাবাদ’ সিনেমার ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়- ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার কোনো পরিকল্পনা তার রয়েছে কি না? জবাবে তিনি বলেন, আমি শুধু ‘এমার্জেন্সি’ নামে একটা সিনেমা করেছি মাত্র। আর সেই ছবিটা দেখার পর মনে হয় না কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন। এক কথায় তিনি এখানে জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধীর ভূমিকার প্রসঙ্গ টেনে নেতিবাচক দিকটাই ইঙ্গিত করেছেন।

 

সর্বশেষ খবর