শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আসছে বাপ্পীর ‘৫৭০’

শোবিজ প্রতিবেদক

আসছে বাপ্পীর ‘৫৭০’

অভিনেতা বাপ্পী চৌধুরী অভিনীত ‘৫৭০’ সেন্সর ছাড়পত্র পেয়ে এখন মুক্তির জন্য প্রস্তুত। জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ঘিরে ২০২০ সালে নির্মিত হয়েছিল একটি বিশেষ চলচ্চিত্র। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কয়েক ঘণ্টার বর্ণনা উঠে আসবে ‘৫৭০’ নামের এ ছবিটির মাধ্যমে। আশরাফ শিশিরের নির্মাণে এতে মূল চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। প্রায় তিন বছর আগে শুটিং হওয়া সেই সিনেমাটি গত ৬ মাস আটকে থাকার পর বেশ কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে সেন্সর ছাড়পত্র পেয়েছে। জানালেন, ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ‘৫৭০’। যেখানে উঠে আসবে, বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী ৩৬ ঘণ্টার প্রতিটি মুহূর্ত। এতে বঙ্গবন্ধুর লাশ বহন করা সেনাবাহিনীর একজন সৈনিক চরিত্রে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। ছবিটি মুক্তি পাচ্ছে ১৭ মার্চ অথবা ১৫ আগস্ট।

সর্বশেষ খবর