সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নচিকেতার কণ্ঠে একুশের গান

শোবিজ প্রতিবেদক

নচিকেতার কণ্ঠে একুশের গান

কাঁটাতার দেয়াল হয়ে থাকলেও ভাষার সম্পর্কে পরম আত্মীয় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ। দুই অঞ্চলের মানুষের মনে বাংলা ভাষা নিয়ে আবেগ-ভালোবাসা অন্তহীন। সেই সুবাদেই বাংলাদেশের ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারির চেতনায় রচিত একটি গানে কণ্ঠ দিলেন কলকাতার নন্দিত শিল্পী নচিকেতা চক্রবর্তী। গানের শিরোনাম- ‘একটা একুশ লাগে’। এতে নচিকেতার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাইদা সম্পা। গোলাম মোর্শেদের কথায় গানটির সুর-সংগীত করেছেন অন্তু গোলন্দাজ। গানটির রচয়িতা গোলাম মোর্শেদ বললেন, ‘একুশ আমাদের অহংকার। আমাদের এ বাংলা ভাষার জন্য রফিক, সালাম, জব্বার, বরকতসহ অনেকে জীবন দিয়েছেন। সেই বাংলা ভাষার জন্য গান করা উচিত। বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই এ গানের কথাগুলো সাজালাম। শ্রোতারা এ গান থেকে একুশের দিনগুলো সম্পর্কে জানতে পারবে বলে আশা করছি। নচিকেতার কণ্ঠে গানটি দারুণ প্রাণ পেয়েছে। তার সঙ্গে সম্পার কণ্ঠের আবেদন অন্যরকম মাত্রা যোগ করেছে।’ আগামী ২১ ফেব্রুয়ারি গান জানালা নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।

 

 

 

সর্বশেষ খবর