মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঈদে মুক্তির অপেক্ষায় যেসব চলচ্চিত্র

ঈদে মুক্তির অপেক্ষায় যেসব চলচ্চিত্র

রাজকুমার

ঘনিয়ে আসছে ঈদুল ফিতর। কিছু দিন পরই শুরু হবে রমজান মাস। এরপর ঈদ। বছরের বৃহত্তম উৎসব। আর সেই উৎসবকে ঘিরে বরাবরের মতো মুক্তি পাবে একাধিক সিনেমা। তবে কোন কোন সিনেমা মুক্তি পাবে এখনো চূড়ান্ত হয়নি। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা কিছু সিনেমা নিয়ে লিখেছেন - পান্থ আফজাল

 

ঈদুল ফিতর আসতে এখনো প্রায় দেড় মাস বাকি। এরই মধ্যে পরিচালক, প্রযোজক ও পরিবেশকরা ঈদের ছবি মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। ঈদের ছবি মুক্তির তালিকা এখনো চূড়ান্ত না হলেও বেশ কয়েকটি ছবি মুক্তির কথা শোনা গেছে। তবে কোন কোন ছবি এ ঈদে মুক্তি পাচ্ছে, সেগুলোর আপডেট পাওয়া যাবে সামনের সপ্তাহে। মূলত ব্যবসায়িক লাভের আশায় দুই ঈদকে টার্গেট করে সিনেমা মুক্তির তোড়জোড় দেখা যায়। তবে সিনেমার সঙ্গে সংশ্লিষ্টদের বেশি নজর থাকে ঈদুল ফিতরকে কেন্দ্র করে।

এই ঈদে আসছে ‘কাজলরেখা’, তার নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ঘোষণা দিয়েছেন কিছুদিন আগেই। কারণ এ ছবিটি ১৬ ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও হয়নি। এরপর নতুন করে ঈদে মুক্তির জন্য চূড়ান্ত করা হয়। গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা মানেই দারুণ সব গানের সমাহার! তার পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘কাজলরেখা’র ক্ষেত্রেও হচ্ছে না ব্যতিক্রম! বরং এ সিনেমাটিকে তিনি ‘মিউজিক্যাল ফিল্ম’ হিসেবে আখ্যা দিয়েছেন! এরই মধ্যে একের পর এক দারুণ সব গান নিয়ে আসছে সেলিমের ‘কাজলরেখা’। গানের কথা সংগৃহীত থাকলেও গানের নতুন করে সুর ও সংগীতায়োজনের দায়িত্ব সামলেছেন সংগীতপরিচালক ইমন চৌধুরী। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নবাগতা মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমি, মিথিলা, খায়রুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ। এদিকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে অনন্য মামুনের ‘দরদ’, রায়হান রাফির ‘তুফান’ ও হিমেল আশরাফের ‘রাজকুমার’ ছবির কাজ দিয়ে নতুনভাবে নিজেকে সামনে আনছেন শাকিব খান। তবে এই ঈদে অনন্য মামুনের ‘দরদ’ ও রায়হান রাফির ‘তুফান’ আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ছবিটি দুটির নির্মাতা ও প্রযোজনা সংস্থা। ‘দরদ’ এর নির্মাতা অনন্য মামুন জানান, ‘ঈদে আমার কোনো সিনেমা আসছে না।’ অন্যদিকে রায়হান রাফি ও প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘শাকিব খান অভিনীত ‘তুফান’ রোজার ঈদে নয়, কোরবানির ঈদে আসবে।’ তবে হিমেল আশরাফের ‘রাজকুমার’ দিয়ে ঈদে শাকিব খান পর্দায় আসবেন বলে জানা যায়। ছবিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। হিমেল আশরাফ বলেন, ‘ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবান, ভারত ও আমেরিকায় শুটিং হয়েছে রাজকুমার ছবির। প্রিন্স মাহমুদ, আকাশ, আর্জিন, সাজিদের সঙ্গে এবার গান আছে এ সময়ের ইমন চৌধুরীর। শাকিব খান তার সেরাটা দিয়েছেন এ সিনেমায়।’ এদিকে এবারের ঈদে জাজের দুটি ভিন্ন রকমের গল্প নিয়ে দুটি বড় ছবি আহম্মেদ হুমায়ুনের ‘পটু’ এবং কামরুজ্জামান রোমানের ‘মোনা জ্বীন২’ আসছে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পটুতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইভান সাইর। তার সঙ্গে রয়েছেন দিলরুবা দোয়েল। পটুর নির্মাতা আহম্মেদ হুমায়ুন, এ রোজার ঈদেই আসছে পটু। এখনো হল চূড়ান্ত হয়নি। ১৫ রোজার পর সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। আর সিনেমাটি দুর্দান্ত কিছু হবে বলে আশা রাখছি। এদিকে জাজের ‘মোনা’ ছবিতে ‘মোনা’ চরিত্রে অভিনয় করছেন নাজমুল ইসলামের (এডিসি, সাইবার ক্রাইম, ডিএমপি) ১৩ বছরের মেয়ে সুপ্রভাত ইসলাম। হরর গল্পনির্ভর ‘মোনা’তে আরও অভিনয় করছেন সাজ্জাদ হোসেন, সেমন্তি সৌমী, সামিনা বাসার মেঘসহ অনেকেই। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ আসছে রোজার ঈদেই। এটা নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। জানালেন, ‘এ রোজার ঈদেই মুক্তির জন্য প্রস্তুত ‘ওমর’। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’ সিনেমায় ‘ওমর’ চরিত্রটিতে অভিনয় করেছেন শরীফুল রাজ। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রমান বাবু, নাসির উদ্দিন খান, রোজী সিদ্দিকী, আয়মান সিমলা প্রমুখ। মজার বিষয় হচ্ছে, ‘ওমর’ সিনেমার নাম প্রস্তাব করেছিলে ছোটপর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন রোজার ঈদে দর্শককে চক্কর দিতে মুক্তি দিচ্ছেন ‘চক্কর ৩০২’ ছবিটি। পরিচালক হিসেবে শরাফ আহমেদ জীবনের প্রথম ছবি ‘চক্কর ৩০২’।  পরিচালক মুখ না খুললেও একাধিক সূত্র নিশ্চিত করেছে, ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম। শুধু মোশাররফ করিম নয়, আছেন ছোটপর্দার একঝাঁক নামি শিল্পী। এদিকে রোজার ঈদের সিনেমা হিসেবে মুক্তির আলোচনায় রয়েছেন কামরুজ্জামান রোমানের ‘লিপস্টিক’ ছবিটি। যেখানে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আদর আজাদ ও পূজা চেরী।

সর্বশেষ খবর