বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টুলুর ‘মিউজিক অ্যান্ড মিউজিশিয়ান’

শোবিজ প্রতিবেদক

টুলুর ‘মিউজিক অ্যান্ড মিউজিশিয়ান’

গায়ক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আশিকুজ্জামান টুলুর লেখা ‘মিউজিক অ্যান্ড মিউজিশিয়ান’ বইমেলায় বের হয়েছে। নতুন প্রজন্মের শিল্পীদের কাছে গানের ভাষা ও ধাঁচকে নতুনত্বের একটা আবহে পরিচিত করতেই লেখকের এ প্রয়াস। যার পুরোটা লেখকের অর্জিত অভিজ্ঞতারই একটি সংকলন। বইটি লেখকের সংগীতজীবনের অটোবায়োগ্রাফির একটা অংশও বলা যায়। বইটি সম্পর্কে লেখক টুলু বলেন, ‘জরুরি বিষয়গুলো লিখে রেখে দেওয়া দরকার পরবর্তী প্রজন্মের জন্য। সেগুলো যেন তাদের ক্যারিয়ারে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলে।’ এর আগেও লেখকের ‘টুলুর গল্প’ নামে বই প্রকাশিত হয়।

 

সর্বশেষ খবর