বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পপগুরুর জন্মদিন আজ...

শোবিজ প্রতিবেদক

পপগুরুর জন্মদিন আজ...

বীর মুক্তিযোদ্ধা ও পপগুরু আজম খানের জন্মদিন আজ। তিনি ১৯৫০ সালের এ দিনে ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। স্বাধীনতার পর তার ব্যান্ড ‘উচ্চারণ’ আলোড়ন তুলেছিল। ১৯৭২ সালে ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ ও ‘চার কালেমা সাক্ষী দেবে’ গান দুটি বিটিভিতে প্রচারের পর ব্যাপক প্রশংসিত হয়। পরে ১৯৭৪ সালে বিটিভিতে ‘রেললাইনের ঐ বস্তিতে’ শিরোনামের গানটি গেয়ে আলোচনায় আসেন তিনি। গানের পাশাপাশি ১৯৮৬ সালে ‘কালা বাউল’ নামে হিরামন সিরিজের নাটকে অভিনয় করেছিলেন। ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত ‘গডফাদার’ সিনেমায় নাম-ভূমিকায় অভিনয় করেছিলেন আজম খান। ২০০৩ সালে এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনের মাধ্যমে মডেল হয়েছিলেন। সর্বশেষ ২০১০ সালে বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন এ পপসম্রাট। ২০১০ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ৫ জুন পরপারে পাড়ি জমান তিনি।

 

সর্বশেষ খবর