শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

উৎসবে মুখোমুখি যে নায়িকারা

আলাউদ্দীন মাজিদ

উৎসবে মুখোমুখি যে নায়িকারা

ঘনিয়ে আসছে খুশির উৎসব ঈদুল ফিতর। কিছুদিন পরই শুরু হবে রমজান মাস। এরপর ঈদ। বছরের বৃহত্তম উৎসব। এ উৎসবে আনন্দের অন্যান্য অনুষঙ্গের মধ্যে সিনেমা হলে গিয়ে নতুন ছবি দেখার প্রচলন আদিকাল থেকেই চলে আসছে। ঈদে নতুন ছবি দেখা মানেই আনন্দ বহুগুণে বেড়ে যাওয়া। তবে এ সময় দর্শক চায় জনপ্রিয় তারকাদের ছবি। সিনেমা হল মালিকরাও তাই ছবির ব্যবসার প্রধান দুই মৌসুমকে ঘিরে দর্শকনন্দিত তারকাবহুল ছবির জন্য মুখিয়ে থাকে। বরাবরের মতো এবারের ঈদেও মুক্তি পেতে পারে তারকাবহুল একাধিক ছবি। যদিও এখন পর্যন্ত ঈদে মুক্তির জন্য সব ছবি চূড়ান্ত হয়নি, তবুও যেসব ছবি মুক্তির কথা সংশ্লিষ্ট নির্মাতারা বলছেন দেখা যাক তাতে কোন কোন নায়িকাকে দেখতে পাবেন দর্শকরা।

 

মৌসুমী (সোনার চর)

রমজানের ঈদে ‘সোনার চর’ ছবিটি নিয়ে বড় পর্দায় আসছেন অভিনেত্রী মৌসুমী। নির্মাতা জাহিদ হোসেন। মৌসুমী বলেন, ‘সোনার চর সিনেমার গল্পটা খুব সুন্দর। ১৯৭৫-পরবর্তী সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করেছি। বাকিটা সিনেমা হলে মুক্তি পেলে ঈদে দর্শক ভালো বলতে পারবেন।’ সিনেমায় আরও রয়েছেন ওমর সানী, জায়েদ খান, অভি, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন।

 

পূর্ণিমা (আহারে জীবন)

পূর্ণিমাকে নায়িকা করে প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘আহারে জীবন’। এটি সরকারি অনুদানে নির্মিত এবং করোনাকালের ভয়াবহতা এ ছবির গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। ছবির পান্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা নিজেই। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটিতে আরও অভিনয় করছেন ডটকু আহমেদ, মিশা সওদাগর, সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর, জয় চৌধুরী প্রমুখ। ছবিটি আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানান নির্মাতা ছটকু আহমেদ। দীর্ঘদিন পর বড় পর্দায়, তাও আবার ঈদ উৎসবে দর্শকের সামনে আসতে যাচ্ছেন বলে উচ্ছ্বসিত পূর্ণিমা।

 

পূজা চেরী (লিপস্টিক)

রোজার ঈদের সিনেমা হিসেবে মুক্তির আলোচনায় রয়েছে কামরুজ্জামান রোমানের ‘লিপস্টিক’ ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। তার বিপরীতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় নায়ক আদর আজাদ। পূজা চেরী বলেন, অভিনয়জীবনের শুরু থেকেই দর্শক-প্রশংসা পেয়ে আসছি। তাদের উৎসাহে আরও ভালো কাজ করতে পারছি। এবারের খুশির ঈদে আমার এ ছবিটি আসতে যাচ্ছে শুনে আমিও আনন্দিত।

 

মন্দিরা (কাজলরেখা)

ঈদে আসছে ‘কাজলরেখা’। এ ছবির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ঈদে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছেন কিছুদিন আগেই। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এ ছাড়াও আছেন শরিফুল রাজ, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমি, মিথিলা, খায়রুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ। মন্দিরা বলেন, নতুন হিসেবে বড় পর্দায় এসেই খুশির ঈদে দর্শকের সামনে হাজির হব, এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি।

 

কোর্টনি কফি (রাজকুমার)

হিমেল আশরাফের ‘রাজকুমার’ আসছে ঈদে। এ ছবির নায়িকা হলেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। তার বিপরীতে আছেন শাকিব খান। গান, লোকেশন, অভিনেতা অভিনেত্রীসহ এমন কিছু চমক আছে যা সিনেমা হলে এলেই চমকে দেবে সবাইকে, বলেন নির্মাতা। কিছুদিন আগে ঢাকায় ছবিটির শুটিং করতে এসে নায়িকা কফি বলেন, বাংলাদেশের ছবিতে অভিনয় করছি বলে আমি সত্যিই গর্বিত। এখন শুধু অপক্ষো দর্শক আমাকে কীভাবে গ্রহণ করে তা দেখার জন্য।

 

দিলরুবা দোয়েল (পটু), সুপ্রভাত ইসলাম (জ্বীন-টু)

জাজ এর দুটি ভিন্ন রকমের গল্প নিয়ে দুটি বড় ছবি আহম্মেদ হুমায়ুনের ‘পটু’ এবং কামরুজ্জামান রোমানের ‘মোনা-জ্বীন২’ আসছে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পটুতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন ইভান সাইর। এ ছবির নায়িকা দিলরুলা দোয়েল। পটুর নির্মাতা আহম্মেদ হুমায়ুন। এদিকে জাজের ‘মোনা’ ছবিতে ‘মোনা’ চরিত্রে অভিনয় করছেন নাজমুল ইসলামের (এডিসি, সাইবার ক্রাইম, ডিএমপি) ১৩ বছরের মেয়ে সুপ্রভাত ইসলাম।

 

রোজী সিদ্দিকী (ওমর)

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ আসছে রোজার ঈদেই। এটা নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। জানালেন, ‘এই রোজার ঈদেই মুক্তির জন্য প্রস্তুত ‘ওমর’। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’ এ ছবির প্রধান একটি চরিত্রে আছেন শরীফুল রাজ। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রমান বাবু, নাসির উদ্দিন খান, রোজী সিদ্দিকী, আয়মান সিমলা প্রমুখ।

সর্বশেষ খবর